‘ছাড়পত্র’র ওয়ার্ল্ড প্রিমিয়ার
১০ ডিসেম্বর ২০২০ ১৫:৫২
‘বিশ্বজুড়ে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা দূরীকরণের আন্তর্জাতিক দিবস’-এর আয়োজন করেছে জাতিসংঘ। তার অংশ হিসেবে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে ২৫ নভেম্বর থেকে। যেটি শেষ হবে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। আর বৃহস্পতিবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে অপরাজিতা সংগীতা পরিচালিত ‘ছাড়পত্র’। প্রিমিয়ারের আয়োজন করেছে বেলজিয়ামের ‘মানবতা কালেক্টিভ ভি জেড ডব্লিউ’।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছাড়পত্র’র মূল চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। ছবিটির শুরুতেই দেখা যাবে স্বামী নাফিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই তাকে ডিভোর্স করতে চান। সেজন্য তিনি আইনজীবী জয়িতা মহলানবীশের চেম্বারে যান। আইনজীবী নানাভাবে প্রশ্ন করেও ডিভোর্স করার কোনও যুক্তিসংগত কারণ খুঁজে পাচ্ছিলেন না।
এই পরিস্থিতিতে অকস্মাৎ পর্দায় আসে তনু, নুসরাত, রুপা, আয়েশা মনি, রত্না খাতুন, হযরত আলী, আয়েশা প্রমুখ। উঠে আসে ২ বছরের শিশু থেকে শতবর্ষী বৃদ্ধা, প্রতিবন্ধী, আদিবাসী, রোগী, অন্তঃসত্ত্বা নারী ধর্ষিত হবার ঘটনা।
এসব ঘটনার সাথে ডিভোর্সের যোগসূত্র খুঁজতে গিয়ে জানা যায়, একজন নারীর প্রতিবাদের গল্প ‘ছাড়পত্র’। পরিচালনার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যটির কাহিনি ও চিত্রনাট্য অপরাজিতা সংগীতার।
সংগীতা ‘ছাড়পত্র’ নিয়ে বলেন, নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ নানাভাবেই আমরা করে থাকি। আমার পেশাগত জায়গা থেকে এই ছবিটি নির্মাণ করেছি নারীর জন্য অনিরাপদ এই সমাজের বিরুদ্ধে চলচ্চিত্রের মাধ্যমে প্রতিবাদটা জারি রাখতে।
নওশাবা, নাফিস ও জয়িতা ছাড়াও ‘ছাড়পত্র’-এ বাবর আলী, বুলু বারী, পিংকী, শুভ্রা, ইভা, মারসাদ, সুপ্রভাত, জিহাদ, শ্রবণ ও বাক প্রতিবন্ধী সিনহা এবং শিশুশিল্পী টিমটিম। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সাত রঙ মিডিয়া।