Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাবু খাইছো’র কথা ও সুর নকল: হিরো আলমের বিরুদ্ধে মামলা


১১ ডিসেম্বর ২০২০ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রতিক সময়ের আলোচিত গান ‘বাবু খাইছো’। গানটির কথা ও সুর করেছেন সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম। কণ্ঠ দিয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। গত ৫ সেপ্টেম্বর ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়। আলোচিত, সমালোচিত গানটির কথা ও সুর নকল করে একই শিরোনামে আরেকটি গান করেছেন আলোচিত ‘হিরো আলম’। আর এ ঘটনায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করে দিয়েছেন মীর মাসুম।

ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম। এতে অভিযোগ করা হয়েছে, গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। শুধু তা-ই নয়, এই গানটি তৈরির মাধ্যমে মূল গান, শিল্পী ও শিল্পের মানহানি হয়েছে।

বিজ্ঞাপন

মীর মাসুম বলেন, আমার গান প্রকাশের দুই মাসের মাথায় প্রকাশ্য দিবালোকে এই কাজগুলো হচ্ছে। এটাকে চুরি বলাও ঠিক হবে না, ডাকাতি বলতে হবে। আমি মনে করি, আমার সঙ্গে যে ঘটনাটি হয়েছে সেটি যেকোনও শিল্পীর জন্য অপমানের। আমি তারই বিচার চাই আইন ও রাষ্ট্রের কাছে। আশা করছি সুবিচার পাবো।

বাবু খাইছো হিরো আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর