Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুনর্নিমাণ হচ্ছে শাবনূর-সানীর ‘প্রেমের অহংকার’


১১ ডিসেম্বর ২০২০ ১৫:২৬

১৯৯৫ সালে মুক্তি পায় ওয়াকিল আহমেদ পরিচালিত ‘প্রেমের অহংকার’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাবনূর, ওমর সানী ও অমিত হাসান। মনতাজুর রহমান আকবর দুই দশক পর ছবিটি পুনর্নিমাণ করতে যাচ্ছেন মনতাজুর রহমান আকবর।

ইতোমধ্যে মনতাজুর রহমান আকবর ছবিটির নাম নিবন্ধন করেছেন পরিচালক সমিতিতে। আকবর জানান, আগের গল্পের সঙ্গে বেশ অমিল থাকবে এবারের গল্পে। প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি।

বিজ্ঞাপন

আকবর বলেন, ‘গল্পে কিছুটা পরিবর্তন আনা হবে। তা ছাড়া ওমর সানী, শাবনূর তখন তুমুল জনপ্রিয় ছিল। কিন্তু আমি কোনো জনপ্রিয় তারকা নিয়ে ছবিটি করব না। মেধাবী কিছু নতুন মুখ নিয়ে ছবিটি বানাব। বলা যায় এটা একটা চ্যালেঞ্জ। আসলে এই সময়ে ছবির বাজেট কম। অল্প টাকায় বেশি ছবি বানানো স্লোগানে এগিয়ে যাচ্ছি আমরা। তাই তারকা কাউকে নিলে বাজেটে পারব না।’

অমিত হাসান ওমর সানী প্রেমের অহংকার শাবনূর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর