Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেরদৌস ওয়াহিদ পেলেন আজীবন সম্মাননা


১১ ডিসেম্বর ২০২০ ১৫:৫১

বাংলাদেশের পপ সঙ্গীতশিল্পী জগতের কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ আজীবন সম্মাননা পেয়েছেন ‘ঐক্য-চ্যানেল আই অ্যাওয়ার্ড’-এর এবারের আসরে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে জমকালো এক আয়োজনের মাধ্যমে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

ব্যান্ড সঙ্গীতে বিশেষ আবদানের জন্য ফেরদৌস ওয়াহিদকে এ সম্মাননা দেওয়া হয় বলে জানিয়ে আয়োজকরা।

 ফেরদৌস ওয়াহিদ বলন, আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আই-এর প্রতি, আমাকে এত বড় সম্মাননায় সন্মানিত করার জন্য। আমি আসছে বছর থেকে গান ছেড়ে দিব কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি।

এসময় ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ এর মঞ্চে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে গান পরিবেশন করতেও দেখা যায় ফেরদৌস ওয়াহিদকে।

অনুষ্ঠানের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন। এ অনুষ্ঠানে ছিলো দুটি বিশেষ চমক। আর একসঙ্গে মঞ্চে চমক দুটি গান নিয়ে হাজির হন দুই প্রজন্মের জনপ্রিয় শিল্পী তাহসান খান ও টিনা রাসেল। সংগীতের আলোচিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে একসঙ্গে গেয়ে মন জয় করে নেন তারা দুজন। শুধু তাই নয়, এদিন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও ইমরানের গানটিও চমকে দিবে সবাইকে।

অনুষ্ঠানটি আগামি বছরের প্রথম দিনেই দর্শক চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

আজীবন সম্মাননা ফেরদৌস ওয়াহিদ

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর