ইউটিউবে কফিল আহমেদের নতুন গান
১২ ডিসেম্বর ২০২০ ০৫:৫৮
কবি ও শিল্পী কফিল আহমেদের পরবর্তী অ্যালবামের দ্বিতীয় গানের ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার পর থেকে ‘একটা বাছুর’ শিরোনামের গানটি স্টুডিও কাউবেলের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।
কফিল আহমেদ তার এই নতুন গান উৎসর্গ করেছেন শিল্পী আবদুস সালামকে। বছরের শুরুর দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছেন।
এদিকে, নতুন এই মিউজিক ভিডিও প্রযোজনা এবং গানের সংগীতায়োজন করেছেন রাশিদ শরীফ শোয়েব। মিউজিক ভিডিওতে ব্যবহার করা হয়েছে সোহাগের ছবি নিয়ে করা মং মং সাই এর অ্যানিমেশন। ফটোগ্রাফি এবং ভিডিও সম্পাদনা করেছেন সজল অলক, তানভীর আহমেদ শোভন।
এ ব্যাপারে রাশিদ শরীফ শোয়েব সারাবাংলাকে জানান, রেকর্ডিং শুরু করার ছয় বছর পর অবশেষে ‘একটা বাছুর’ গানটি যখন ইউটিউবে প্রকাশ হলো, তখন থেকে মনে একটা শান্তির অনুভূতি পাচ্ছেন।
পাশাপাশি, কফিল আহমেদের দীর্ঘায়ু কামনা করে শোয়েব আরও বলেন, তার মতো একজনের সংস্পর্শে গেলে ঋদ্ধ হওয়া যায়।
এর আগে, স্টুডিও কাউবেলের চ্যানেল থেকেই প্রকাশিত হয়েছিল কফিল আহমেদের গান ‘মাসানুবোফুকোওকা’র মিউজিক ভিডিও। ইতোমধ্যেই, গানটি ৩৭ হাজার বার দেখা হয়েছে।
ইউটিউব কফিল আহমেদ মাসানুবোফুকোওকা রাশিদ শরীফ শোয়েব স্টুডিও কাউবেল