Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবার ‘নিরব-পূজা’ জুটি


১৪ ডিসেম্বর ২০২০ ১৭:১৩

নিরব ও পূজা চেরী প্রথমবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। সৈকত নাসির পরিচালিত ‘ক্যাশ’-এ তাদেরকে একসঙ্গে দেখা যাবে। ছবিটিতে আরও আছেন এভ্রিল।

থ্রিলার অ্যাকশনধর্মী ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

ছবিটি নিয়ে পূজা চেরী বলেন, ছবির গল্প দারুণ। আমার চরিত্রে বেশ চমক আছে। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে ছিল সৈকত নাসিরের সঙ্গে কাজ করার। সেটাও পূরণ হচ্ছে।

পরিচালক সৈকত জানালেন, শুধু পূজা চেরি, নিরব ও এভ্রিল না ‘ক্যাশ’-এ আরও অভিনয় করবেন সাঞ্জু জন, এল আর খান সীমান্ত, ফারহান খান রিও, জন জাহিদকে।

‘ক্যাশ-এর শুটিং শুরু হবে জানুয়ারির ২ তারিখ থেকে। স্বদেশ এন্টারপ্রাইজের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ফয়সাল আজাদ।

সৈকত নাসির পরিচালনায় এর আগে ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন নিরব। আর এটি এভ্রিলের প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে।

ক্যাশ নিরব পূজা সৈকত নাসির

বিজ্ঞাপন

এবারের আইপিএলই ধোনির শেষ?
৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর