Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পুরস্কৃত বাংলাদেশের হিমু


১৫ ডিসেম্বর ২০২০ ১৮:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগমনীর অবগাহন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা অভিজিত রায়। ভারতের পশ্চিমবঙ্গের বারাসাতে অনুষ্ঠিত ‘তৃতীয় রিতু রঙ্গম চলচ্চিত্র উৎসব’ অংশ নেয় স্বল্পদৈর্ঘ্যটি। উৎসবে ‘আগমনীর অবগাহন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর জন্য ‘শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি হিমু হিমালয়।

গত রোববার (১৩ ডিসেম্বর) তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

হিমু হিমালয় জানান, ২০১৮ সালে তার সঙ্গে ছবির পরিচালকের পরিচয় হয়। এরপর ২০১৯-এর জানুয়ারিতে কলকাতায় শুটিং করেন। সুন্দরবনের ভারতীয় অংশে মূলত এ ছবির শুটিং করা হয়।

‘আগমনীর অবগাহন’ ছবিটি এখন পর্যন্ত ২১টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ১১টি পুরস্কার অর্জন করেছে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিজিত রায়, গুলশানারা খাতুন ও হিমিকা পত্র।

বিজ্ঞাপন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প মূলত সুজন নামের এক বাবাকে নিয়ে, যাার পেশা নৌকার মাঝি। স্ত্রী ও একমাত্র মেয়ে উমাকে নিয়ে সুজন মাঝির সুখের সংসার। কিন্তু জীবন তাদের যেদিকে নিয়ে যায়, সেদিকে এগিয়ে চলে ‘আগমনীর অবগাহন’-এর  কাহিনি।

হিমু হিমালয় ইউডার চারুকলা থেকে পাশ করে পেশাদার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছেন। তিনি মূলত বিজ্ঞাপনে কাজ করেন।

হিমু হিমালয়