Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনে কোটি টাকা আয় অক্ষয়ের


১৭ ডিসেম্বর ২০২০ ১৭:১৮ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ১৭:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড ইন্ডাস্ট্রিতে তার যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে। প্রথম দিকটায় একজন অ্যাকশন হিরো হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে ভেঙেচুরে বাস্তবের নায়কদের পর্দায় তুলে ধরতে শুরু করেন। বলিউডের খানদানি শো-বিজনেসে প্রাক-করোনা সময়ে বছরে অন্তত চার-পাঁচটি ছবি মুক্তি পেয়েছে তার। বর্তমান সময়ে বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশী নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে উচ্চারিত হচ্ছে তার নাম- তিনি অভিনেতা অক্ষয় কুমার। রিয়ালিটি শো থেকে বিজ্ঞাপনী ক্যাম্পেনের সিদ্ধহস্ত বলিউডের খিলাড়ি। ফল মিলেছে হাতেনাতে। সমৃদ্ধ হয়েছে তার ব্যাংক ব্যালান্স। সেই সুবাধেই নতুন পালক যুক্ত হল অক্ষয়ের সাফল্যের মুকুটে।

বিজ্ঞাপন

‘ফোর্বস’ ম্যাগাজিনের সমীক্ষায় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকায় একমাত্র ভারতীয় তারকা হিসেবে ঠাঁই পেয়েছেন অক্ষয় কুমার। করোনা পরিস্থিতিতেও এত টাকা পারিশ্রমিক অক্ষয় পেয়েছেন যে বিশ্বের নানা প্রান্তের ১০০ তারকার মধ্যে ৫২তম স্থান পেয়েছেন তিনি। পারিশ্রমিকের অঙ্ক? ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৬ কোটি রুপি- যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪১০ কোটি টাকা চলতি বছরে আয় করেছেন বলিউডের এই খিলাড়ি।

ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় এক ও দুই নম্বর স্থান দখল করেছেন হলিউড তারকা কেইলি জেনার এবং কেনি ওয়েস্ট। নিজের ফ্যাশন ব্র্যান্ডের ৫১ শতাংশ শেয়ার বিক্রি করে ৫৯০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪,৩০০ কোটি টাকা আয় করেছেন কেইলি জেনার। তার থেকে অনেক কম আয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেনি ওয়েস্ট। প্রখ্যাত জুতো কোম্পানির ডিল সই করে তিনি পেয়েছেন ১৭০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১,২০০ কোটি টাকা। এছাড়াও এই তালিকার প্রথম সারিতে রয়েছেন রায়ান রেনল্ডস, বিলি আইলিশ, এড শিব়্যান, রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, টেলর সুইফটের মতো আন্তর্জাতিক তারকারা।

অক্ষয় কুমার ফোবর্স বলিউড অভিনেতা সর্বোচ্চ পারিশ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর