Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্ধেক না পুরো ছবিই দিয়েছি, বললেন মামুন


১৭ ডিসেম্বর ২০২০ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আই থিয়েটার নামক অ্যাপে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ছবি ‘নবাব এলএলবি’। পূর্ব ঘোষণা ছাড়ার ছবিটির অর্ধেক দেখতে পেরেছেন দর্শকরা। আর এতেই ক্ষুদ্ধ হয়েছেন তারা। তবে পরিচালক দাবি করেছেন, দর্শকদের অর্ধেক ছবি দেখানো হয়নি।

মামুন সারাবাংলার কাছে ব্যাখা দিলেন এইভাবে, ‘একটা ছবি অর্ধেক মুক্তি পেলে কী ১ ঘণ্টা ৩২ মিনিট হয়! আমাদের ছবির দুটি পর্ব। জাস্ট লাইক বাহুবলি।’

‘যারা বলছেন অর্ধেক ছবি দেখিয়েছি তারা কিন্তু না বুঝে বলছেন। আমরা অর্ধেক না পুরো ছবিই দেখিয়েছি। এখন ছবির প্রথম পর্ব দেখেছেন দর্শকরা, পরবর্তী পর্ব দেখবেন আগামী ১ জানুয়ারি।’

পুরো বিষয়টাকে দর্শকরা বলছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে? আগে থেকে ঘোষণা না দিয়ে কেন এমন করা হলো?

বিজ্ঞাপন

‘আগে থেকে ঘোষণা দিলে তো সারপ্রাইজ থাকতো না। এটা তো আমাদের মার্কেটিং পলিসি। আমাদের দেশিয় সিনেমা ভক্ত কিংবা হেটার, আমাদের অ্যাপটার নাম জানে। এটাই আমাদের সফলতা’— বলেন মামুন।

‘নবাব এলএলবি’ দেখার জন্য তো টিকেট বাবদ একটা অর্থ নিয়েছে অ্যাপটি। ‘এ অর্থ তো মার যাচ্ছে না কোন দর্শকের। তারা তো নতুন করে টিকেট কাটতে হচ্ছে না। আগের টিকেটেই পরের পর্ব দেখবেন।’

‘যারা সমালোচনা করছে কিংবা আমাদের গালি দিচ্ছে তারা কিন্তু কেউই বলছে না ছবি খারাপ হয়েছে। বরং তারা প্রথম পর্ব দেখে ভালো লেগেছে। তাই এক সঙ্গে এখনই তারা দ্বিতীয় পর্ব দেখতে চায়। কিন্তু তা হতে পনেরো দিন অপেক্ষা করতে হবে দেখে কথা বলছে। এটাকে আমরা পজেটিভলি নিয়েছি। কারণ তারা আমাদের ছবিটি পছন্দ করেছে বলেই এত কথা বলছে’—দর্শকদের সমালোচনা প্রসঙ্গে মামুন।

‘নবাব এলএলবি’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। ছবিটি প্রযোজনা করেছে সেলেব্রিটি প্রোডাকশন।

অনন্য মামুন নবাব এলএলবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর