Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীরী আবেদন আর যন্ত্রণার গল্পে রিচার ‘শাকিলা’


১৮ ডিসেম্বর ২০২০ ১৫:৪৯ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এর আগে দক্ষিণী সুপারস্টার সিল্ক স্মিথার জীবনী নিয়ে বলিউড নির্মাণ করেছিল ‘ডার্টি পিকচার’। এবার আরেক দক্ষিণী নায়িকা শাকিলাকে নিয়ে নির্মিত হল ‘শাকিলা’। অভিনয় করেছেন রিচা চাড্ডা। ইন্দ্রজিৎ লঙ্কেশ। ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে সম্প্রতি।

ট্রেলারেই বোঝা গেল, শুধু শাকিলার ফিল্মি ক্যারিয়ারের চড়াই-উতরাই নয়, তার ব্যক্তিগত জীবন, বড় হয়ে ওঠার গল্পও দেখা যাবে সিনেমায়।

রিচার বিপরীতে রয়েছেন শক্তিশালী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। ট্রেলারে তিনিও বিশেষভাবে নজর কাড়লেন। এই প্রথম দক্ষিণী সিনেমার তারকার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ।

১৯৯৫ সালে শাকিলার প্রথম সিনেমা মুক্তি পায়। নাম ‘প্লে-গার্লস’। সেই সময় শাকিলার বয়স মাত্র ১৬। এরপর থেকে প্রায় ২৫০ অ্যাডাল্ট সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয়ের গুণমুগ্ধ ছিল লাখো দর্শক।

বিজ্ঞাপন

পরিচালক ইন্দ্রজিৎ বলেন, ‘এখন সেভাবে আর শাকিলাকে নিয়ে আলোচনা হয় না। অনেকেই তার জীবনের সাফল্য ও চূড়ান্ত ব্যর্থতার কাহিনি জানে না। ছবির মাধ্যমে তা অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে।’

হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম- এই পাঁচ ভাষায় বড়দিনে সিনেমা হলে মুক্তি পাবে শাকিলার বায়োপিক।

শাকিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর