Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় সপ্তাহে ২৩ হলে ‘বিশ্বসুন্দরী’


১৮ ডিসেম্বর ২০২০ ১৭:০৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৮:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত ১১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ছবি ‘বিশ্বসুন্দরী’। ছবিটি প্রথম সপ্তাহে ২৫ টি হলে চলে ছিল। দ্বিতীয় সপ্তাহে ছবিটি চলছে ২৩টি সিনেমা হলে।

‘বিশ্বসুন্দরী’ ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার ও এসকেএস টাওয়ার শাখায় চলছে। এছাড়া চলছে শ্যামলী (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস্ (ঢাকা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ),স্কাই মুভি থিয়েটার (কক্সবাজার), চিত্রামহল (ঢাকা) আনন্দ (ঢাকা), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা) চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর) মনিহার (যশোর), রূপকথা (পাবনা), সুগন্ধা (চট্টগ্রাম), লিবার্টি (খুলনা), সংগীতা (খুলনা), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), মালঞ্চ (টাঙ্গাইল) ও বনলতা (ফরিদপুর) সিনেমা হলগুলোতে।

বিজ্ঞাপন

‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন সিয়াম, পরীমনি, আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে।

পরিচালক বলেন, মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ ছবির গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি চলচ্চিত্র দেখতে পাবেন।

ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। তিনি বলেন, এর আগে স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তির কথা থাকলেও দেশব্যাপী লকডাউন শুরু হবার কারণে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। এবার তাই আমরা চাইছি, বিজয় দিবসের সপ্তাহে দর্শক স্বাস্থ্যবিধি মেনে ছবিটি দেখতে আসুক।

‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেড।

পরীমনি বিশ্বসুন্দরী সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর