এলো ‘দ্য গ্রেভ’র ইংরেজি ট্রেলার
১৮ ডিসেম্বর ২০২০ ১৯:২০
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র গাজী রাকায়েত রচিত ও পরিচালিত ‘The Grave’। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। ২০১৭-২০১৮ অর্থবছরে অনুদানপ্রাপ্ত ছবিটির বাংলা নাম ‘গোর’৷ সম্প্রতি ছবিটির ইংরেজি ভাষার ট্রেলার প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ট্রেলারে প্রত্যেক শিল্পী নিজেই নিজের ইংরেজি ডাবিং করেছেন। ছবিটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।
২০১৫ সালে গাজী রাকায়েত ছবিটির নির্মাণের ঘোষণা দেন। এরপর ২০১৭-১৮ সালে অনুদানপ্রাপ্তির পর ছয় মাসের প্রস্তুতির পর শুরু হয় শুটিং। এরপর গত ১৩ জানুয়ারি ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মাণের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র পায়। সে আলোকে বুধবার সেন্সর বোর্ড সেন্সর ছাড়পত্র দেয়।
‘গোর’ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন গাজী রাকায়েত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মৌসুমী হামিদ, সুষমা সরকার, শামীমা তুষ্টি, দিলারা জামান, মামুনুর রশীদের মতো পরিচিতমুখ।
ছবিটি প্রযোজনা করেছে চারুনীড়ম অডিও ভিজ্যুয়াল ও ইমপ্রেস টেলিফিল্ম।