Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় হয়ে ফটোগ্রাফার হবেন পূজা!


১৮ ডিসেম্বর ২০২০ ১৯:৩৭

বাংলাদেশের চলচ্চিত্রে শিশুশিল্পী থেকে কম শিল্পীই নায়িকা হয়ে জনপ্রিয়তা পেয়েছেন। ব্যতিক্রমদের মধ্যে পূজা চেরি আছেন। তাকে ব্যক্তি জীবনে ছিলেন, তারা জানেন তিনি সবসময় মজা করতে চেষ্টা করেন। সকল শুটিং সেট, সিনেমাবিষয়ক অনুষ্ঠান কিংবা বাসায়—সর্বত্র তিনি ‘দুষ্টের শিরোমনি’।

এ ‘দুষ্টের শিরোমনি’ পূজা চেরি সম্প্রতি অংশ নিয়েছিলেন ‘বিশ্বসুন্দরী’ ছবির বিশেষ শোতে। সে বিশেষ স্ত্রী সমেত এসেছেন পূজার প্রথম ছবি ‘পোড়ামন ২’র নায়ক সিয়াম আহমেদ। শো শেষে সবাই যখন ছবি তুলছিলো, তখন সিয়াম তার মোবাইল ফোনটি বাড়িয়ে দেন পূজার দিকে। সিয়াম-অবন্তির বেশ কিছু ছবি তুলে দেন পূজা।

বিজ্ঞাপন

আর সে মুহুর্তটি আরেকটি মোবাইল দিয়ে ধরে রাখেন ‘বিশ্বসুন্দরী’র চিত্রনাট্যকার রুম্মান রশিদ খান। রুম্মানের তোলা ছবিটি ফেসবুকে শেয়ার করেন পূজা। যাতে তিনি ক্যাপশন দেন, ‘আমি বড় হলে ফটোগ্রাফার হবো, ওকে!’

ছবিটিতে এখন পর্যন্ত লাইক পড়েছে প্রায় দুই হাজার। কমেন্ট বক্সে বয়ে গেছে ভবিষ্যৎ ফটোগ্রাফার পূজার জন্য অভিনন্দনের বন্যা।

ফটোগ্রাফার হন আর না হন তার দুষ্টামিতে সবাইকে সবসময় মাতিয়ে রাখবেন, এটা নিশ্চিত করে বলা যায়।

পূজা চেরি ফটোগ্রাফার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর