ভারতে পুরস্কৃত ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’
২০ ডিসেম্বর ২০২০ ১৪:৪৫
করোনা পরিস্থিতি ও একজন নারীর একাকীত্বকে উপজীব্য করে তরুণ নির্মাতা শাহাদাত রাসএল নির্মাণ করেছিলেন ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’। গেল মা দিবসে স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশিত হয়। তখন বেশ প্রশংসিত হয়েছিল। স্বল্পদৈর্ঘ্যটি ভারতের ‘আন্তর্জাতিক করোনাভাইরাস চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন এ পুরস্কার ঘোষণা করা হয়। সারা পৃথিবীর ১০৮টি দেশের ২ হাজার ৮শ ছবি এ উৎসবে অংশ নেয়। এতে বিচারক হিসেবে ছিলেন সংগীতশিল্পী সনু নিগাম, অভিনেতা ও প্রযোজক ধীরাজ কুমার, সমাজকর্মী লায়লা তায়বিজ ও পদ্মশ্রী আলক মেহতা।
পরিচালনার পাশাপাশি ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’ স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্যও শাহাদাত রাসএলের। এটির একক অভিনয় করেছেন জেবুন্নেসা টুনটুনি। সঙ্গীতশিল্পী নির্ঝর চৌধুরী স্বল্পদৈর্ঘ্যটির সঙ্গীত পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবে কাজ করেছেন।
শাহাদাত রাসএল নির্মিত স্বল্পদৈর্ঘ্য ‘দ্যা রিভার’, ‘কালার অব চাইল্ডহুড’, ‘ডেফিনিশন অব পলিটিক্স’ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৬টির বেশি পুরস্কার অর্জন করে।