Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইবার ক্রাইমে অভিযোগ করলেন অনন্য মামুন


২০ ডিসেম্বর ২০২০ ১৬:৩৭

ওটিটি প্ল্যাটফর্মে গত ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত ছবিটি ইতোমধ্যে পাইরেসির শিকার হয়েছে। পাওয়া যাচ্ছে বিভিন্ন পাইরেটেড ছবির ওয়েব সাইটে। সাইটগুলোর লিংক ঘুরছে ফেসবুক জুড়ে। যার কারণে প্রযোজক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাই পরিচালক অনন্য মামুন ধারস্থ হলেন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের।

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে অনন্য মামুন সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করেন। সারাবাংলাকে মামুন বলেন, ‘সাইবার ক্রাইম ইউনিটে তো সরাসরি মামলা করা যায় না। নিয়ম অনুযায়ী আমরা হাতিরঝিল থানায় জিডি করেছি প্রথমে। এরপর সে জিডি নিয়ে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করেছি। ওনারা তদন্ত করে পাইরেসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সনাক্ত করবেন এবং গ্রেফতার করবেন। তখন মামলা হবে।’

বিজ্ঞাপন

তবে নির্দিষ্ট করে কারা পাইরেসির সঙ্গে যুক্ত তাদের কারো নামই এখনই বলতে চান না মামুন। তিনি বলেন, আমরা মোটামুটি যতগুলো সাইটে ‘নবাব এলএলবি’ পাওয়া যাচ্ছে সবগুলো সাইটের স্ক্রিনশটসহ লিংক দিয়েছি। সাইবার ক্রাইম থেকে আমাদের বলা হয়েছে তারা লিংকগুলো বন্ধের ব্যবস্থা করবেন। তাছাড়া আমরা কয়েকজনের নামও দিয়েছি। যেগুলো এখন বলতে পারছি না তদন্তের স্বার্থে।

গত ১৬ ডিসেম্বর আই থিয়েটার অ্যাপে মুক্তি পায় শাকিব খান, মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনীত ‘নবাব এলএলবি’। ছবির দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টা হয়ে যাওয়ায় প্রথম পর্যায়ে দেড় ঘণ্টা মুক্তি দেওয়া হয়। এ নিয়ে অনন্য মামুনকে সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে তার আফসোস নেই জানিয়ে মামুন বলেন, ‘হাফ নাকি ফুল সিনেমা সেটা নিয়ে কত যুক্তি, কিন্তু পাইরেসি করে যারা সব নষ্ট করলো তাদের নিয়ে তো কথা বলতে শুনলাম না। সবার গালাগালি ও অভিযোগে আমি সত্যি অনেক খুশি, কারণ সিনেমা ভালো না হলে এত কথা হতো না । আচ্ছা রিলিজের পরে তো সবাই জেনেছে সিনেমা হাফ, তার আগে কত জন টিকেট কেটেছেন সিনেমা দেখার? সবাই তো বসে ছিলেন কখন পাইরেসি হবে আর বিনা পয়সায় দেখবেন।’

বিজ্ঞাপন

অনন্য মামুন নবাব এলএলবি সাইবার ক্রাইম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর