Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তোমায় খুব মনে পড়ে সুশান্ত’, কান্নায় ভেঙে পড়লেন অঙ্কিতা


২০ ডিসেম্বর ২০২০ ১৭:২৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় মাস হয়ে গেল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। আর সেই ঝুলন্ত লাশ উদ্ধারের পর থেকে তার মৃত্যু নিয়ে শোরগোল পুরো ইন্ডাস্ট্রিতে। একটা মুত্যু যে বলিউডের পুরো বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! এই মৃত্যু রহস্য নিয়ে চলছে আলোচনা, বিতর্ক আর অভিযোগ। এখনও সেই মৃত্যুশোক থেকে বেরোতে পারেননি তার অনুরাগী ও ঘনিষ্ঠজনরা। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে একটি বিশেষ ট্রিবিউট দেওয়া হল। সেই অনুষ্ঠানেই সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে প্রয়াত অভিনেতাকে মনে করে ভেঙে পড়লেন।

বিজ্ঞাপন

সম্প্রতি হিন্দি টেলিভিশন চ্যানেল জিটিভির আয়োজনে জি রিশতে অ্যাওয়ার্ডে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বলতে গিয়ে গলা ধরে আসে অঙ্কিতার। চোখে জল নিয়ে অঙ্কিতা বলেন, ‘এখন প্রতিটা দিন শান্ত কারণ প্রতিটি দিনের মধ্যে সুশান্ত রয়েছে। কখনও ভাবিনি যে প্রতিদিন চাঁদ ও তারার ব্যাপারে কথা বলত, সে নিজেই একদিন চাঁদ তারার সঙ্গে কথা বলতে চলে যাবে। কখনও ভাবিনি যাকে দেখে মানুষ স্বপ্ন দেখা শিখত, তাকে দেখতে পাওয়াই একটা স্বপ্ন হয়ে যাবে। সুশান্ত আজ তোমায় সবাই মনে করছে। আমাদের সম্পর্ক শুধু পবিত্রই নয়। অমর। আমি কখনও ভাবিনি এই দিনটা আসবে আর আমি এগুলো বলব। তোমায় খুব মনে পড়ে সুশান্ত।’

হিন্দি টেলিভিশন চ্যানেলে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে করতেই সম্পর্ক শুরু হয় সুশান্ত ও অঙ্কিতার। সেই ধারাবাহিকের টাইটেল ট্র্যাকে এদিন নাচেন অঙ্কিতা লোখান্ডে। এছাড়াও সুশান্তের জনপ্রিয় ছবিগুলির কয়েকটি হিট গানেও নাচতে দেখা যায় তাকে। এত আনন্দ, আলোর মধ্যেও যে কতটা শূন্যতা রয়েছে তা বোঝা যায় যখন অঙ্কিতা সুশান্ত সম্পর্কে কথা বলতে শুরু করেন।

জি-র জনপ্রিয় ধারাবাহিক পবিত্র রিশতা-য় অভিনয় করতেন সুশান্ত। তার চরিত্রের নাম ছিল মানব। মানবের মায়ের ভূমিকায় ছিলেন ঊষা। তিনি ভিডিওতে কাঁদতে কাঁদতে বলেন, তার অনস্ক্রিন ছেলে খুব শান্ত চুপচাপ ছিলেন। কিন্তু বাস্তবে অফ স্ক্রিন সুশান্ত খুব দুষ্টুমি করতেন।

অঙ্কিতা লোখণ্ডে জি টিভি জি রিশতে অ্যাওয়ার্ড পবিত্র রিশতা সুশান্ত সিং রাজপুত হিন্দি টেলিভিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর