Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকত নাসির করছেন না ‘গুলশানের চামেলি’


২১ ডিসেম্বর ২০২০ ১৯:৪৮

‘গুলশানের চামেলি’ নামে একটি ছবি করবেন সৈকত নাসির—বছরের শুরুর খবর। ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ের ব্যাপারে জয়া আহসান, ববি ও কলকাতার স্বস্তিকার কথা শোনা গিয়েছিল। কিন্তু সৈকত নাসির সোমবার (২১ ডিসেম্বর) জানালেন তিনি ছবিটি করছেন না। কারণ হিসেবে জানিয়েছেন তার শিডিউল জটিলতা।

সৈকত নাসির ফেসবুকে লেখেন, ‘শিডিউল জটিলতায় গুলশানের চামেলী সিনেমাটি আমি করতে পারছি না। প্রযোজক ইকবাল ভাইকে জানিয়েছি এবং আমাদের দুজনেই সহমত প্রকাশ করেছি। তিনি ব্যাপারটি মেনে নিয়েছেন। পরবর্তীতে সিনেমাটির যিনি পরিচালক হবেন তার জন্য আমার শুভ কামনা রইল।’

বিজ্ঞাপন

সৈকত জানান, তিনি আগামী ৩ জানুয়ারি থেকে শুটিং শুরু করবেন ‘ক্যাশ’-এর।  এরপর করবেন ‘মাসুদ রানা’র শুটিং। ফলে এপ্রিল পর্যন্ত তার হাতে সময় নেই। অথচ প্রযোজক চাচ্ছেন ছবিটি আগামী রোজার ঈদে মুক্তি দিতে। তাই তিনি ছবিটি থেকে সরে যাচ্ছেন।

গুলশানের চামেলি সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর