Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

 ফিল্ম আর্কাইভের যৌথভাবে তৃতীয় স্থান লাভ


২২ ডিসেম্বর ২০২০ ১৯:৫৫

ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের অধিনে ১৪টি দফতর ও সংস্থার মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে ফিল্ম আর্কাইভ যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে। সার্বিক কর্মকাণ্ড মূল্যায়নের পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় কাজের স্বীকৃতি প্রদান করে।

রূপকল্প ২০২১ বাস্তবায়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের একটি অন্যতম কর্মসূচি। এ পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং সর্বোপরি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি দফতর ও সংস্থাসমূহে কর্মসম্পাদন ব্যবস্থাপনা প্রবর্তন করা হয়েছে। সরকার ২০১৪-১৫ অর্থবছরে ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি সূচনা করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর এ গৌরব অর্জনে তথ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফিল্ম আর্কাইভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর