Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হারালেন চিত্রনায়ক নিরব


২৪ ডিসেম্বর ২০২০ ১৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেছেন চিত্রনায়ক নিরবের মা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পান্থপথ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৬৪ বছর। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক রফিক সিকদার।

গণমাধ্যমে পরিচালক রফিক সিকদার জানালেন, ‘নিরবের মা দীর্ঘদিন ধরে কিডনি ও কার্ডিয়াক জটিলতায় ভুগছিলেন। মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

জানা গেছে, নানা রোগে আক্রান্ত চিত্রনায়ক নিরবের মায়ের শরীরটা কয়েক বছর ধরে ভালো যাচ্ছে না। দুই বছর ধরে তার কিডনি ও ডায়াবেটিসের সমস্যা। ৬ বছর আগে করা হয় বাইপাস সার্জারি। কয়েক মাস ধরে নিরবের মাকে সপ্তাহে তিন দিন ধরে ডায়ালাইসিস করাতে হয়েছে।

বিজ্ঞাপন

মরহুমার মরদেহ গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার সদর থানার অর্ন্তগত বসন্তপুর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।

চিত্রনায়ক নিরব পরিচালক রফিক সিকদার মা হারালেন চিত্রনায়ক নিরব