Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড়দিনের বিশেষ নাটক ‘তাঁর প্রত্যাবর্তন’


২৪ ডিসেম্বর ২০২০ ১৪:৫৫

‘ইশ্বরের পুত্র যীশু মারা যাননি এবং পিতা একদিন নেমে আসবেন এই পৃথিবীতে ধরাধাম থেকে মানুষ নিস্কৃতি পাবে তার সমস্ত পাপ থেকে এবং জগত হবে পবিত্রময় এক স্বর্গরাজ্যে।’

এমনটাই বিশ্বাস করেন দীপক রোজারিও কিন্তু সেই সময় তিনি দেখে যেতে পারবেন না। সেই সৌভাগ্য তার হবেনা। অথচ তার খুবি ইচ্ছে ছিলো এমনি একটি পরিবেশে শান্তিতে মৃত্যবরণ করার। কিন্তু তা আর হলো কোথায়। সে এখন খুবই অসুস্থ। তার শারীরিক অবস্থা দিনকেদিন অবনতির দিকে ধাবিত হচ্ছে। চার্চে ও সামনের রাস্তায় বসে সারাদিন ছবি আঁকে, ইশ্বরের গুণকীর্তন করে আর সবাইকে কিছু ধর্মবাক্য শুনিয়েই দিন কাটে তার। বয়স হয়ে গিয়েছে প্রায় ষাটের কাছাকাছি। চোখে ভালো দেখতে পায়না। এই জগত সংসারেও তার তেমন কেউ নেই বেঁচে নেই এমনটাই সে মনে করে। সে কেনো এই চার্চেও আশেপাশের সবাই তাই জানে। কোন এক লঞ্চডুবিতে তার পরিবারের সবাই ডুবে মারা যায়। এই শোকে সে পাগল হয়ে যায়। তারপর বিভিন্ন খানে ঘুরতে থাকেন। এখানের আর্চবিশপ ফাদার বেঞ্জামিন ডি কস্তা সিএসসি এর সাথে পরিচয় হবার পওে তাকে এখানে নিয়ে আসেন। এখানে এসে থিতু হবার পওে বুড়ো দীপকের মন এখন শান্ত হয়েছে। সে ইশ্বরের আরাধনার ছবি আঁকেন আর তার গুনকীর্তন করেন। কারো কাছ থেকে চেয়ে নিয়ে জীবিকা সে নির্বাহ করেনা। রবিবারে চার্চের দিন যেই কয়টা ছবি বিক্রী হয় তাই দিয়ে সপ্তাহ পার করে দেন বহুকষ্টে। এই বড়দিনে নিজের ঘরে একটি ক্রিসমাস ট্রি বানানোর তার খুবই ইচ্ছে। বানাবেন সম্পূর্ণ নিজের টাকায়। এ জন্য টিনের একটা কৌটায় টাকা জমিয়ে চলছেন তিনি।

বিজ্ঞাপন

এমনই একটি গল্পে নির্মিত হলো বড়দিনের বিশেষ নাটক ‘তাঁর প্রত্যাবর্তন’। মেজবাহউদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। অভিনয় করেছেন কল্যান কোরাইয়া, নাবিলা ইসলাম, বর্দা মিঠু, মাসুম আজিজ, আফরোজা হোসেইন, নিপা খান প্রমুখ।

বিজ্ঞাপন

বড়দিনের বিশেষ নাটক ‘তাঁর প্রত্যাবর্তন’ প্রচারিত হবে ২৫ ডিসেম্বর (শুক্রবার) রাত ৯টা ৪৫ মিনিটে দেশ টিভিতে।

আফরোজা হোসেইন কল্যান কোরাইয়া জয়ন্ত রোজারিও তাঁর প্রত্যাবর্তন দেশ টিভি নাবিলা ইসলাম নিপা খান বড়দিনের বিশেষ নাটক বর্দা মিঠু মাসুম আজিজ মেজবাহউদ্দীন সুমন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর