‘ওই মহামানব আসে’
২৪ ডিসেম্বর ২০২০ ১৭:২৩
২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ‘বড় দিন’ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
যার মধ্যে রয়েছে ২৫ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭.৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ওই মহামানব আসে’। জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবির উপস্থাপনায় এতে থাকছে নাচ, গানের বর্ণিল পরিবেশনা। গান পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, দেবলীনা সুর, অণিমা মুক্তি গোমেজ, অ্যালবার্ট অনিমেষ দাস, আলবিনো জর্জ, হৈমন্তী ডরিস, বিথী শিপ্রা রাউৎ, গ্রেস স্বর্ণা বৈরাগী, মাইকেল এস রাউৎ, ড্যানিয়েল শুভ, সুস্মিতা গোস্বামী প্রমুখ।
‘ওই মহামানব আসে’ ম্যাগাজিন অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন ওয়ার্দা রিহাব, প্রিয়াংকা র্যাচেল ও তাদের সহশিল্পীবৃন্দ। ডেভিড প্রণব দাশের গ্রন্থণা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম।
এইদিন রাত ৯ টায় প্রচারিত হবে নাটক ‘তোমার চিঠির পাতায় চাঁদ উঠতো তখন’। প্রসূন রহমানের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, সাবিলা নূর প্রমুখ।
রাত ১০.৩০ মিনিটে ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’-এ গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’।
‘ওই মহামানব আসে’ ওয়ার্দা রিহাব প্রিয়াংকা র্যাচেল মাছরাঙা টেলিভিশন