Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণবিরোধী গল্পের ‘আলো’ আসলো অনলাইনে


২৫ ডিসেম্বর ২০২০ ১৯:১৯

আহমেদ জামান শিমুল নির্মাণ করেছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলো’। যা মহিলা বিষয়ক সংস্থা ইউএনওমেন আয়োজিত স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগীতায় পুরস্কৃত হয়েছে।  ধর্ষণবিরোধী গল্প নিয়ে ছবিটি এবার অনলাইনে উন্মুক্ত হলো।

প্রযোজনা প্রতিষ্ঠান ফাজ ক্রিয়েশনের ব্যানার নির্মিত হয় ‘আলো’। সংস্থার ইউটিউবে চ্যানেলেই দেখা যাবে সেই ছবি।

নির্মাতা শিমুলের গল্প থেকে ‘আলো’র চিত্রনাট্য করেছেন আসাদ জামান। সেখানে ধর্ষণের শিকার এক নারীর জীবনের সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে।

অভিনয় করেছেন নাফিস আহমেদ, ইভান ইভা, ফাতেহা বালাদ আততীন, সাকেরা চৌধুরী প্রমুখ।

শিমুল জানান, গত বছরের নভেম্বরে ‘আলো’র দৃশ্যায়ন হয় রাজধানীর বিভিন্ন লোকেশনে।

এর আগে আগস্টে জাতিসংঘের ইউএনওমেনের ‘হি ফর শি’ প্রচারণার আওতায় আয়োজিত স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতায় গল্প পাঠান শিমুল। সেখানে গল্প নির্বাচিত হওয়ার পর ধাপে ধাপে চিত্রনাট্য, ফুটেজ ও ফাইনাল ভার্সন জমা দেন। চূড়ান্ত প্রতিযোগিতায় এসে রানার আপের পুরস্কার পায় ছবিটি।

শিমুল জানান, আয়োজকদের প্রশংসা পেয়েছিল সিনেমাটি। কিন্তু তিনি চাইছিলেন অন্যরাও ‘আলো’ দেখুক। নিজের ভাবনা অন্যদের সঙ্গে ভাগাভাগির চিন্তা থেকে ফাজ ক্রিয়েশনের ইউটিউবে ছবিটি আপলোড করেছেন।

আরও জানান, ছবিটি দেখে দর্শক ভালো বা মন্দ লাগা জানালে খুশি হবেন।

আলো আহমেদ জামান শিমুল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর