Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থিয়েটার অলিম্পিকে যাচ্ছে ‘কিনু কাহারের থেটার’


১৭ মার্চ ২০১৮ ১২:৪৫

স্টাফ করেসপন্ডেন্ট ।।

অষ্টম থিয়েটার অলিম্পিকে অংশ নিচ্ছে প্রাচ্যনাট। ভারতের ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি) কর্তৃক আয়োজিত এবারের থিয়েটার অলিম্পিক মঞ্চে প্রাচ্যনাট প্রযোজনা ‘কিনু কাহারের থেটার’ মঞ্চস্থ হবে।

প্রাচ্যনাট সূত্রে জানা গেছে আসছে ২১ মার্চ সন্ধ্যায় দিল্লীর অভিমঞ্চে নাটকটির মঞ্চায়ন হবে। এরপর ২৩ মার্চ ‘কিনু কাহারের থেটার-এর আরেকটি মঞ্চায়ন হবে ভারতের ভূপালে।

এই দুটি শোতে অংশ নিতে প্রাচ্যনাটের ২৫ সদস্যের একটি দল আগামী ১৯ মার্চ দিল্লী যাচ্ছে।

মনোজ মিত্রের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। সম্প্রতি নাটকটির ৫০তম মঞ্চায়ন করেছে প্রাচ্যনাট।

উল্লেখ্য ১৯৯৩ সালে শুরু হওয়া থিয়েটার অলিম্পিক এর প্রথম আসর বসে ১৯৯৫ সালে গ্রীসের ডেলফি তে। এরপর জাপান, রাশিয়া, তুর্কী, দক্ষিণ কোরিয়া, চায়না ও পোল্যান্ডের পর এবার এই বিশ্ব আয়োজনের পর্দা উন্মোচন হচ্ছে এশিয়ায়। নির্বাচিত স্থান ভারতের দিল্লী ও অন্যান্য মূল শহর। যার আয়োজন সহযোগী থাকছে দিল্লী তথা এশিয়ার অন্যতম নাট্যপিঠস্থান ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। উৎসবে মঞ্চস্থ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য সব প্রযোজনা।

সারাবাংলা/পিএম


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর