Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কন্যা সন্তান এলো অপি-নির্ঝরের ঘরে


২৮ ডিসেম্বর ২০২০ ১৯:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝর দম্পতি কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূমিষ্ঠ হয়। খবরটি নিশ্চিত করেছে এ দম্পতির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‌‘মা ও সন্তান দুজনই ভালো আছেন। অনেক হারানোর বছরে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ।’

অপি করিম বর্তমানে হাসপাতালেই রয়েছেন।

২০১৬ সালের ৭ জুলাই এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন। বিনোদন অঙ্গনের বাইরে তারা দুজনই স্থপতি। বিয়ের পর থেকে বেশ কয়েকবার তাদের সংসার ভাঙার গুজব ছড়ায়। তবে গত বছরের নভেম্বরে নির্ঝরের নতুন একটি চলচ্চিত্রের অনুষ্ঠানে হাজির হয়ে অপি জানান, তারা সুখে আছেন।

বিজ্ঞাপন

অপি করিম এনামুল করিম নির্ঝর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর