Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রবাসীর বউ’ নববধু অপর্না ঘোষ


২৯ ডিসেম্বর ২০২০ ১৩:২৬

এ মাসেই বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। আর বিয়ের থিক আগেই শুটিং করেছিলেন টেলিফিল্মের। যেখানে একজন প্রবাসীর বউয়ের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাম ‘প্রবাসীর বউ’। এটি একটি টেলিছবি।

রচনা করেছেন মানস পাল। পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এর গল্পে দেখা যাবে, রাবুর স্বামী নুরু ধারদেনা করে বিদেশে যাওয়ার চেষ্টা করে প্রতারিত হয়। পাওনাদারদের চাপের কারণে সে পালিয়ে বেড়ায়। কিন্তু নুরুকে না পেয়ে তার স্ত্রী রাবুর কাছে ধরনা দেয় তারা। অনেকেরই ধারণা রাবুর স্বামী ঠিকই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তার স্ত্রীকে।

বিজ্ঞাপন

এ নিয়ে দেবর, শাশুড়িসহ অনেকেই সন্দেহ করে। এ দুঃসময়ে রাবুর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে সংসার পরিচালনা করে। অন্যদিকে পাওনাদার ও এলাকার বখাটেদের কুপ্রস্তাবে জীবনটা দিশেহারা হয় রাবুর।

এসব বিষয়কে সঙ্গী করে অজানা গন্তব্যে এগিয়ে যেতে থাকে তার জীবন গাড়ি। এতে রাবু চরিত্রে অভিনয় করেছেন অপর্র্ণা ঘোষ। তিনি বলেন, ‘আমাদের সমাজে একজন নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এ টেলিছবিতে। এ চরিত্রটিতে অভিনয় উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও এটি ভালো লাগবে।’

‘প্রবাসীর বউ’ টেলিছবিটিতে আরো অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শিরিন আলম, জীনব রায়, রেজমীল সেতু, শফিক খান দিলু। প্রচারিত হবে বুধবান্র (৩০ ডিসেম্বর) দুপুর ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে।

‘প্রবাসীর বউ’ ‘প্রবাসীর বউ’ নববধু অপর্না ঘোষ অপর্না ঘোষ চ্যানেল আই টেলিফিল্ম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর