Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় জানা যাবে ‘আমার গান’-এর বিজয়ীদের নাম


১ জানুয়ারি ২০২১ ১৬:২৩

অনেক প্রতিক্ষার পর এবার আসছে ধ্রুব মিউজিক আমার গানের বিজয়ী ৩০ ঘোষণা। কেভিড নাইন্টিনে সারা বিশ্ব থমকে গিয়েছিল, থমকে ছিল বিনোদনের বাজার। তখন প্রয়োজন ছিল হতাশার বিপরীতে কারো কিছু করার। সবাইকে প্রাণ চাঞ্চল্যে রাখতে ও বাংলা গানের উৎকর্ষ সাধনে ভূমিকা রাখতে ধ্রুব মিউজিক স্টেশন আয়োজন করে নিজের লেখা, সুরে, নিজের গাওয়া গান নিয়ে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘ধ্রুব মিউজিক আমার গান’।

ঘোষণার পরপরই বিপুল সাড়া পড়ে যায়। নির্দিষ্ট সময়ে মধ্যে জমা পড়ে ১০ হাজারেও অধিক গান। কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদারসহ  উল্লেখযোগ্য সংগীত বোদ্ধাগণ বিচারকের দায়িত্ব পালন করেন। বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। শুরু হয় বিজয়ী ৩০ ঘোষণার অপেক্ষা।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত কারা হলেন সেই বিজয়ী ৩০?  তা জানা যাবে শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায়। ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানা যাবে এই বিজয়ী ৩০ জনের নাম।

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর