Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার গানের বিজয়ী ৩০ ঘোষণা


৫ জানুয়ারি ২০২১ ১৫:৪৫

সামনে এলো ধ্রুব মিউজিক আমার গানের বিজয়ী ৩০ জনের নাম। গত ১ জানুয়ারি ২০২১ ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে বিভাগ ভিত্তিক বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ঢাকা বিভাগ থেকে ১০ জন বিজয়ী হন— আহাদ ফাহিম, নিশান্ত আর রহমান যোনেক্স, আহমেদ সজীব, শ্রাবণ সানি, সাম্যব্রত দৃপ্ত, জয়,  আকাশ বর্মণ, পাপেল শিকদার, সম্রাট আহমেদ এবং অধিকারী সৌরভ।

চট্টগ্রাম বিভাগ থেকে সুদীপ্ত শুভ্র, জয়ন্ত কুমার, জ্যোতি, সহদেব সুত্রধর এবং রিসাত কাফা বিজয়ী হন।

গৌরব মন্ডল জন, কাজী পাঞ্জেরেী, আব্দুল্লাহ আল মামুন, অজয় দেব এবং বাউল রাসেল খুলনা বিভাগ থেকে বিজয়ী হন।

রাজশাহী বিভাগ থেকে  বিজয়ী হন এস কে বিপুল সরকার, শুভ সুলতান, বেলাল হোসেন রিজু এবং এহতেশাম রোমেল।

অংসুক রায়, নাহিদ হাসান ও পায়গাম রাব্বানী বিজয়ী হন রংপুর বিভাগ থেকে।

সিলেট বিভাগ, বরিশাল বিভাগ ও ময়মনসিংহ বিভাগ থেকে যথাক্রমে তৃষা, এহসান রানা ও অনিরুদ্ধ শুভ স্থান করে নেন বিজয়ী ৩০ এর তালিকায়।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধারধ্রুব গুহ বলেন, যারা বিজয়ী ৩০ এ জায়গা করে নিলেন তাদের জন্য ব্যক্তিগত ভাবে আমার অভিনন্দন ও শুভেচ্ছা রইলো। আমরা তাদের পাশে থেকে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাবো সাধ্যমত।

কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদারসহ উল্লেখযোগ্য সংগীত বোদ্ধাগন বিচারকের দায়িত্ব পালন করেন। বিচারকদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার গানের মধ্য থেকে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। এরপর চূড়ান্ত ফলাফল বিজয়ী ৩০ ঘোষণা।

আমার গান ধ্রুব মিউজিক স্টেশন

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর