Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনু সুদের বিরুদ্ধে অভিযোগ


৭ জানুয়ারি ২০২১ ১৪:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা কালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অকাতরে সাহায্য করে যাওয়া মানুষটির নাম- সোনু সুদ। কেউ বলেন তিনি ‘মসিহা’, আবার কারো কাছে তিনি ‘রবিনহুড’। এহেন সোনু সুদের বিরুদ্ধেই থানায় অভিযোগ জানাল মহারাষ্ট্রের বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। অপরাধ? মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত নিজের ছ’তলার বাড়িটি হোটেলে পরিণত করেছেন সোনু। আর তার জন্য নাকি ‘বিএমসি’র অনুমতি নেননি এই বলিউড তারকা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে এই খবর।

সোনু সুদের বিরুদ্ধে এমন এক অভিযোগের কারণে বৃহন্মুম্বাই পৌরসভার উপর ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। কেউ দাবি করেছেন, সোনুর এই বিল্ডিংটি হোটেল নয় তা দরিদ্রদের আশ্রয়ের জায়গা। আর তাই ‘বিএমসি’-র সহ্য হচ্ছে না। যদিও এ বিষয়ে সোনু সুদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শোনা গিয়েছে, সোনুর কাছে প্রয়োজনীয় কাগজ রয়েছে। শুধুমাত্র মহারাষ্ট্রের কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথোরিটির ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, পর্দায় বেশিরভাগ খলনায়কের চরিত্রে অভিনয় করলেও গত বছরের মার্চ মাস থেকে অসহায় মানুষের ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ। শুরু করেছিলেন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর কর্মসূচির মাধ্যমে। পরে আবার সেই শ্রমিকদের অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেন। কারও ভাঙা ঘরের হাল ফেরান, কারও আত্মীয়-বন্ধু-পরিজনের চিকিৎসার ব্যবস্থা করে দেন। বহু পড়ুয়াকে ভারচুয়াল ক্লাসের জন্য ল্যাপটপ, স্মার্টফোন পাঠিয়েছেন। শোনা গিয়েছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য নাকি নিজের একাধিক সম্পত্তি বন্ধক রেখে ঋণ নিয়েছেন সোনু।

বলিউড অভিনেতা বৃহন্মুম্বাই পৌরসভা সোনু সুদ সোনু সুদের বিরুদ্ধে অভিযোগ