Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সরে জমা ‘পাপ-পুণ্য’


৭ জানুয়ারি ২০২১ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গিয়াস উদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র শেষ সিনেমা ‘পাপ-পুণ্য’র শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। সিনেমাটি গত বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। ওইসময়ে সিনেমাটি বিভিন্ন কারণে মুক্তি দেওয়া যায়নি। এরপর তো করোনার কারণে হল বন্ধ ছিল। এখন হল খুলে দিয়েছে। তাই প্রযোজক চাইছেন সিনেমাটি দর্শকদের সামনে আনতে। সে লক্ষ্যে বুধবার (৬ জানুয়ারি) ‘পাপ-পুণ্য’ সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়েছে।

সেন্সরের পর কবে সিনেমাটি দর্শকদের সামনে আনা হবে? সেলিম সারাবাংলাকে বলেন, আমি ছবিটি বানিয়ে দিয়েছি। এখন প্রযোজক সিদ্ধান্ত নিবেন কবে মুক্তি দিবেন। তাছাড়া করোনার পর দর্শক এখনও হলে আসছে না। সেটাও বিবেচনার বিষয়।

বিজ্ঞাপন

২০১৯ সালের ২৬ আগস্টে চাঁদুপরে শুরু হয় ‘পাপ-পুণ্য’ ছবির শুটিং। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমী। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

গিয়াস উদ্দিন সেলিমের ‘লাভ ট্রিলজি’র আগের দুই সিনেমা—‘মনপুরা’,‘স্বপ্নজাল’।

আফসানা মিমি গিয়াসউদ্দিন সেলিম চঞ্চল চৌধুরী পাপ-পুণ্য শাহনাজ সুমী সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর