Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজিটাল প্ল্যাটফর্মে পা রাখছেন প্রসেনজিৎ


১০ জানুয়ারি ২০২১ ১৬:০৮ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৩

করোনাকালিন সংকটে বন্ধ ছিল সিনেমা হল গুলো। যার ফলে সিনেপ্রেমীদের একটা বড় অংশ ঝুঁকে পরে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে। বলা যায়, ডিজিটাল প্ল্যাটফর্মই এখন সুপারহিট। আর সে কথা মাথায় রেখেই বিগ বাজেদের ছবিও মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। আবার মানুষের মনোরঞ্জনের জন্য বিখ্যাত পরিচালকরা উপহার দিয়েছেন ওয়েব সিরিজও। এবার সেই তালিকাতেই নাম লেখাতে চলেছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বলিউড অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেই ওয়েব সফর শুরু করছেন এই অভিনেতা।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, বলি ডিভা অদিতি রাও হায়দারির বিপরীতেই অভিনয় করবেন প্রসেনজিৎ। ‘পদ্মাবত’ ছবিতে দারুণ নজর কেড়েছিলেন অদিতি রাও হায়দারি। ‘স্যাক্রেড গেমস’ খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে এবার পর্দায় ফুটিয়ে তুলবেন ছবির জগতের হাঁড়ির খবর। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হবে ওয়েব সিরিজটি। সেখানকার কাজের পরিবেশ থেকে সংস্কৃতি, রাজনীতি, হিংসা-সবই উঠে আসবে এই সিরিজে। তবে বর্তমান পরিস্থিতি নয়, ৪০-এর দশক থেকে কাহিনি শুরু হবে বলেই জানা গেছে। পরের ৪০ বছরের নানা ঘটনা ফুটে উঠবে। নাম ‘স্টারডাস্ট’।

সব ঠিকঠাক থাকলে চলতি বছর মার্চ-এপ্রিলেই শুটিং ফ্লোরে নেমে পড়বেন কলাকুশলীরা। কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘স্টারডাস্ট’, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে বড়পর্দার পর নতুন প্ল্যাটফর্মে প্রিয় অভিনেতাকে দেখার অপেক্ষায় যে থাকবেন দর্শকরা, তা বলাই বাহুল্য।

‘স্টারডাস্ট’ অদিতি রাও হায়দারি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর