তিন ব্যান্ডের কনসার্ট ২৩ মার্চ
১৮ মার্চ ২০১৮ ১৫:২৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ব্যান্ড ভক্তদের জন্য খবরটা আনন্দের। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বসতে যাচ্ছে ‘রক অন ঢাকা টু’। তবে অপেন এয়ার কনসার্ট নয়, বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো জোনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
২৩ মার্চ হবে এই কনসার্ট। এবারের আয়োজনে মঞ্চ মাতাবে ব্যান্ড এলআরবি, ব্ল্যাক এবং ওয়ারফেজ। এদিন বেলা ৩টায় খুলবে অনুষ্ঠানস্থলের গেট। অনুষ্ঠান উপভোগ করতে আগ্রহীদের গুনতে হবে ২০০ টাকা করে।
সহজ ডট কম থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। কনসার্টের দিন অনুষ্ঠানস্থলেও পাওয়া যাবে টিকিট।
কনসার্টের আয়োজন করছে উইজার্ড শোবিজ। বৈশাখ উপলক্ষ্যে একই প্রতিষ্ঠানটি আরও বড় আয়োজন করার ঘোষণা দিয়েছে। ‘রক অন ঢাকা’ শিরোনমে ফেব্রুয়ারিতে হয়েছে একটি কনসার্ট। আয়োজনের অভিজ্ঞতা ভালো বলেই মার্চে আরেকটি কনসার্টের আয়োজন করছে আয়োজকেরা। প্রথম পর্বে পরিবশেন করে ব্যান্ড এলআরবি, আর্টসেল ও আর্বোভাইরাস।
সারাবাংলা/পিএ