২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘পাঠশালা’
১৮ মার্চ ২০১৮ ১৭:০৬ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৮:২৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পৃথিবীটাই হয়ে উঠুক পাঠশালা। গল্পের ভাবনাটা অনেকটা এমনি। আর এই ধরনের একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘পাঠশালা’। ‘সব মানিকের জন্য স্কুল চাই’ এই সিনেমার শ্লোগান।
সিনেমার কাহিনী টেনে নিয়ে গেছে মানিক নামের এক শিশুশিল্পী। সেই অর্থে গল্পের নায়ক সে। নায়ক দশ বছর সয়সী শিশুশিল্পী হলেও, গল্প থেকে বের হওয়া গ্লানির তীর গিয়ে বিধবে বড়দের গায়েই।
রেডমার্ক প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি। দুজনেই দেশের বাইরে লেখাপড়া শেষ করে এখন থাকছেন দেশেই। ফয়সাল রদ্দি রাজত্ব ব্যান্ডের ভোকাল। ব্যান্ডে আরো আছেন তৌফিক আহমেদ। ছবিতে তৌফিকের একটি গান রয়েছে।
১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ইউটিউবে প্রকাশ পায় সিনেমার ট্রেইলার। দেশের প্রেক্ষাগৃহে ২৭ মার্চ মুক্তি পেলেও, ছবিটি এর আগে প্রদর্শিত হয়েছে জার্মানির সানলাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানাডার কিডস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতে লিফট ইন্ডিয়া, পুনেতে।
সিনেমায় অভিনয় করেছেন হাবিব আরিন্দা, ইমা আক্তার, ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম ইমন, আমিরুল ইসলামসহ অনেকে।
সারাবাংলা/পিএ