Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরবের নায়িকা স্পর্শিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৯:১১

সরকারি অনুদানে রোজিনা নির্মাণ করছেন ‘ফিরে দেখা’। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে নিরব ও ইলিয়াস কাঞ্চন অভিনয়ের কথা সবার জানা। ছবিটির অভিনয়শিল্পীর তালিকায় এবার যুক্ত হলেন অর্চিতা স্পর্শিয়া। তিনি নিরবের বিপরীতে অভিনয় করবেন।

স্পর্শিয়া জানান, শনিবার (১৬ জানুয়ারি) রাতে রোজিনার বাসায় ছবিটি নিয়ে মিটিং হয়। সেখানেই তাকে চূড়ান্ত করা হয়।

মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প।

রোজিনা বলেন, ‘গোয়ালন্দ আমার নানাবাড়ি। যুদ্ধের সময় আমি সেখানেই ছিলাম। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় আমার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনাও থাকবে। আমি বিশ্বাস করি পরিচালনায় সাকসেস হবো। নিরবের সাথে স্পর্শিয়ার

মধ্যে ভালো কাজের চেষ্টা ও আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আশা করছি সবার সুন্দর সহযোগিতা আমার সঙ্গে থাকবে।

আগামী ১ মার্চ থেকে কুমড়াকাধি গ্রাম থেকে ছবিটির শুটিং শুরু হবে।

সারাবাংলা/এজেডএস

নিরব ফিরে দেখা স্পর্শিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর