১৯৭৭ সালে বিমানবাহিনীতে ‘অভ্যুত্থানের’ নামে অসংখ্য সৈনিককে নির্বিচারে হত্যা করা হয়। অনেকেই হারান তাদের প্রিয়জনকে। সেই ঘটনা নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাটের গুরু’ প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভিতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তৎকালীন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় টিকে থাকার জন্য তথাকথিত অভ্যুত্থান আর প্রহসনমূলক বিচারের নামে অগণিত নিরীহ সৈনিকদের হত্যা করে। নবগঠিত একটা বাহিনীকে ধ্বংসের পথে নিয়ে যায়।
সেই সব লোমহর্ষক হত্যাকাণ্ডের কাহিনি শুনলে শরীর মন আজও শিউরে ওঠে। সে সময়ের অনেক ঘটনা আজও অজানা। ‘নাটের গুরু’ নামে ধারাবাহিক তথ্যচিত্রে এসব হত্যাকাণ্ডের কাহিনি তুলে আনা হয়েছে।
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত সাড়ে ৮টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে এ তথ্যচিত্র।