মুখোমুখি জয়া-পাওলি
১৮ মার্চ ২০১৮ ১৮:৪৪ | আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৮:৪৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শুরু হয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার নতুন সিনেমা ‘কণ্ঠ’-এর শুটিং। তবে জয়া এখনো দাঁড়াননি ক্যামেরার সামনে। শিগগিরই শুরু হবে জয়ার শুটিং।
এই সিনেমাতেই প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন দুই বাংলাতেই জনপ্রিয় দুই দেশের দুই অভিনেত্রী জয়া আহসান ও পাউলি দাম। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে সোমাবার (১৮ মার্চ) এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে দাঁড়াবেন ক্যামেরার সামেনে। ‘কণ্ঠ’ ছবিতে স্পিচ থেরাপিস্টের চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান।
‘কণ্ঠ’ সিনেমাটি পরিচালনা করছেন বেলাশেষে, প্রক্তন, পোস্ত খ্যাত পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়। এই জুটি মানেই গল্পের ভিন্নতা। কণ্ঠ সিনেমার মাধ্যমে প্রথম এই পরিচালক জুটির পরিচালনায় কাজ করবেন জয়া। ‘কণ্ঠ’ এই পরিাচলক জুটির দশম সিনেমা।
পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনয় করছেন এই ছবিতে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পাওলি দাম। আগামী ১০ এপ্রিল পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে।
সারাবাংলা/পিএ