Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোশানকে নিয়ে ইকবালের তিন ছবি

আহমেদ জামান শিমুল
২০ জানুয়ারি ২০২১ ২৩:১৬

ভালোবাসলেই ঘর বাধা যায় না, পাসওয়ার্ড, বীরসহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। নানা কারণে আলোচনায় ছিলেন বিভিন্ন সময়ে। ঢালিউড ইন্ডাস্ট্রির এ প্রভাবশালী প্রযোজক এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ঘোষণা দিয়েছেন তিনটি ছবির—‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’। সবগুলোরই নায়ক হিসেবে থাকছেন রোশান।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান মিলনায়তনে এক মহরত অনুষ্ঠানের মাধ্যমে ছবিগুলোর নাম ঘোষণা দেন।

বিজ্ঞাপন

কেন প্রযোজনা ছেড়ে পরিচালনায়?

‘আমি যখন প্রযোজনা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিল পরিচালনায় আসার। এতদিন ধরে নিজেকে প্রস্তুত করেছি। আর প্রযোজনা তো ছাড়ছি না।’

‘আমার প্রযোজনা শুরু ২০০৯ এর দিকে। তখন থেকে আমি কাজী হায়াত, শাহীন সুমন, মালেক আফসারীর মত পরিচালকদের দিয়ে ছবি বানিয়েছি। তাদেরকে প্রযোজনা করার সময় একটা শর্ত দিয়েছিলাম আমাকে তাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে রাখতে হবে। আমি এত বছর ধরে তাদের থেকে দেখে শিখেছি।’

ছবিগুলো পূর্বে অন্য পরিচালকদের পরিচালনা করার কথা থাকলেও এবার ইকবাল পরিচালনা করবেন। তিনি বলেন, আমি ছবিগুলোর প্রযোজক ছিলাম। নানা কারণে অন্য পরিচালকরা কাজ করছেন না। তাই এখন আমিই পরিচালনা করবো। এ গল্পগুলো সব আমার নিজের। এগুলো নিয়ে আমার অনেক স্বপ্ন।

আপনার আগের প্রায় সব ছবিতে শাকিব খান নায়ক ছিলেন, এখন নেই কেন?  এমন প্রশ্নে ইকবাল বলেন, ‘শাকিব খান এ ইন্ডাস্ট্রিতে আমার বড় ভাই। উনি আমার সব কাজে সবসময় পাশে থেকেছেন। এবারও এক ভিডিও বার্তার মাধ্যমে আমাকে দোয়া করেছেন।’

রোশান ছবি তিনটিতে সম্পৃক্ত হওয়া নিয়ে বলেন, ইকবাল ভাই গুলশানের এক রেস্টুরেন্টে দেখা করতে বলেন আমাকে। সেখানে তিনি ছবিগুলোর গল্প শুনান আমাকে আর বলেন, রোশান তিনটি ছবিতেই আমি নায়ক হিসেবে তোমাকেই আমার লাগবে। আমি কৃতজ্ঞ ওনার মত একজন প্রযোজক ওনার প্রথম পরিচালনায় আমাকে ভেবেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তিনটি ছবির গল্পই বেশ সুন্দর। এর মধ্যে ‘ফাইটার’ অ্যাকশনধর্মী আর ‘গুলশানের চামেলী’র গল্প তো অসাধারণ। এ ধরনের গল্প সচরাচর দেখা যায় না।

তিনটি ছবির মধ্যে ‘ফাইটার’-এ নায়িকা হিসেবে থাকছেন শিরিন শীলা। শিরিন শীলা বলেন, ‘আমার জন্য ২০২১ সালের শুরুটা ভালো হলো। আমি চেষ্টা করবো সুন্দর করে ছবিটাতে অভিনয় করতে।’

ইকবাল জানালেন, আগামী মাস থেকে ‘ফাইটার’-এর শুটিং শুরু হবে। এরপর ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’র শুটিং হবে।

‘ফাইটার’ মের্সাস জে প্রোডাকশন, ‘রিভেঞ্জ’ অনুরাগ ট্রেডার্স এবং ‘গুলশানের চামেলী’ সুনান মুভিজ প্রযোজনা করছে।

সারাবাংলা/এজেডএস

গুলশানের চামেলী ফাইটার মো. ইকবাল রিভেঞ্জ রোশান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর