Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু’র মহরত অনুষ্ঠিত মুম্বাইয়ে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ২১:৩৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’। ভারতের মুম্বাইয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক শ্যাম বেনেগালসহ শিল্পী কলা-কুশলীরা। এছাড়া ছিলেন মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাসের দায়িত্বে থাকা ডেপুটি হাইকমিশনার মুহম্মদ লুতফর রহমান।

২৪ জানুয়ারি থেকে মুম্বাইয় ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। এরপর বাংলাদেশে ছবিটির শুটিং হবে।

গত বছরের মার্চে বাংলাদেশে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী গাজীপুরের কবিরপুরে অবস্থিত ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’তে সেটও বানানো হয়েছিল। কিন্তু করোনার কারণে লকডাউন শুরু হওয়ায় শুটিং স্থগিত হয়ে যায়।

‘বঙ্গবন্ধু’তে বঙ্গবন্ধু’র চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

সারাবাংলা/এজেডএস

বঙ্গবন্ধু বায়োপিক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর