Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে দেওয়া হলো আরটিভি মনিমিক্স প্রেরণা পদক


২৪ জানুয়ারি ২০২১ ১৪:৫৯

অনুষ্ঠিত হলো আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক-২০২০ প্রদান অনুষ্ঠান । শনিবার (২৩ জানুয়ারি) হোটেল সোনারগাঁ বলরুম থেকে সন্ধ্যা ৬টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত পুরো আয়োজন সরাসরি সম্পচার করেছে আরটিভি ও আরটিভি ফেসবুক পেজ।

অনুষ্ঠানে পুরস্কারের জন্য মনোনীতদের হাতে পদক তুলে দেয়ার পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সংস্কৃতি প্রতিমন্ত্রী এম এ খালিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সোপ্পো, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, বাংলাদেশে রিপাবলিক অব কসভোর রাষ্ট্রদূত গুইনের উরিয়া, ইউএসএইড বাংলাদেশ-এর সিনিয়র ফ্যামিলি প্ল্যানিং এ্যাডভাইজার ডা. আলিয়া এল মোহানদেস, এসএমসির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী, এসএমসির এমডি ও সিইও মোঃ আলী রেজা খান, এসএমসির চীফ অব প্রোগ্রাম অপারেশনস তাসলিম উদ্দিন খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

বিজ্ঞাপন

আরটিভি এসএমসি মনিমিক্স প্রেরণা পদক-২০২০ প্রদান করা হয়েছে- সাংস্কৃতিক সংগঠন বুলবুল ললিতকলা একাডেমি, শিক্ষা বিস্তারে অবদানের জন্য লুৎফর রহমান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমাজসেবায় অবদানের জন্য সৈয়দা মুনিরা ইসলাম, ক্রিড়া প্রশিক্ষণে অবদানের জন্য অ্যাথলেট দিলীপ চক্রবর্তী, শিক্ষা বিস্তারে অবদানের জন্য আশিকুজ্জামান আশিক, সাইবার বুলিং প্রতিরোধে এ্যাপস তৈরির জন্য সাদাত হোসেনকে।

বিজ্ঞাপন

পদক প্রদানের পাশাপাশি পুরো আয়োজন জুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। নূর হোসেন হীরার প্রযোজনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি। এতে নৃত্য পরিবেশনায় ছিলেন সালাহ খানম নাদিয়া, ঋদি শেখ ও ঈগল ডান্স গ্রুপ কোম্পানি। গান গেয়ে শোনান কনা এবং যাদু প্রদর্শন করেন রাজিব বসাক।

আরটিভি মনিমিক্স প্রেরণা পদক বুলবুল ললিতকলা একাডেমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর