‘বুবুজান’ পূর্ণিমা শীলের ঘটনা নিয়ে হবে না— রনী
২৪ জানুয়ারি ২০২১ ২০:০৮
গত বছরের ডিসেম্বরে ‘বুবুজান’ চলচ্চিত্রটি নির্মাণের ঘোষণা দেন পরিচালক শামীম আহমেদ রনী। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার পূর্ণিমা রানী শীলের কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে বলেও জানায় প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। গণমাধ্যমে সংবাদটি প্রকাশের পরে এ বিষয়ে জানতে চাইলে পূর্ণিমা রানী শীল সারাবাংলা.নেটকে জানান, ছবিটির ব্যাপারে কোনো কিছুই জানেন না । এছাড়া বিনা অনুমতিতে কিছু নির্মিত হলে মামলা করবেন বলেও জানিয়েছেন পূর্ণিমা।
এই খবর প্রকাশের পর এ বিষয়ে রনী বলেন, “প্রথমত এটা বলতে চাই, পূর্ণিমা রানী শীলের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা থেকে ‘বুবুজান’ নির্মিত হচ্ছে না। এটা সম্পূর্ণ ভিন্ন একটা গল্পে নির্মিত হচ্ছে। এখানে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।”
তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, পূর্ণিমা শীলের মর্মান্তিক ঘটনা অবলম্বনে ছবিটি নির্মাণের ঘোষণার কথা। তখন নির্মাতা রনী বলেন, ‘হ্যাঁ, এটা সত্য—দেড় বছর আগে আমরা যখন ছবিটি নির্মাণের প্রথম ঘোষণা দেই, তখন এ ধরনের চিন্তা ছিল। পরবর্তীতে আমরা সে সিদ্ধান্ত থেকে সরে আসি। এখন এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।’
পূর্ণিমা রানী শীলের মামলার সিদ্ধান্তের খবর প্রকাশের পর সারাবাংলার কাছ থেকে তার মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করেন রনী। এ নিয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছ থেকে নাম্বার নিয়ে পূর্ণিমা আপুর সঙ্গে আমি কথা বলেছি। তাকে আমি বলেছি, তার ঘটনা নিয়ে আমরা নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে না। তিনি আমাদের কথা শুনেছেন। আমরা শিগগিরই দেখা করবো।’
রনীর সঙ্গে যোগাযোগ হয়েছে কি না? পূর্ণিমা শীল বলেন, ‘হ্যাঁ, উনি ফোন দিয়েছিলেন কিছুক্ষণ আগে (রোববার, ২৪ জানুয়ারি সন্ধ্যায়)। উনি বলেছেন, আমাকে নিয়ে ছবি বানাচ্ছেন না। তবে আমি বলেছি আমাকে নিয়ে ছবি করতে হলে তো আমার পরিবার আছে, তাদের সঙ্গে আপনাদের কথা বলতে হবে। তাছাড়া আপনারা কোথাও কিছু না বললে তো সংবাদ প্রকাশিত হতো না। এখন বলছেন ঠিক আছে, কিন্তু ছবিটিতে যদি আমার কোনো ঘটনা থাকে তাহলেও আমি মামলা করবো।’
‘বুবুজান’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন মাহিয়া মাহি, শান্ত খান ও নিশাত নাওয়ার সালওয়া। আগামী মাসের মাঝামাঝি থেকে ছবিটির শুটিং শুরু হবে।
সারাবাংলা/এজেডএস