Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিচালক সমিতির নির্বাচন এপ্রিলে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৭:৫৪

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী সমিতির সভায় রোববার (২৪ জানুয়ারি) এ তারিখ ঘোষণা করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু। কমিশনার হিসেবে থাকছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।

বর্তমান সমিতির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম রানা বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে আমরা এপ্রিল মাসে নির্বাচন করছি, যদিও বর্তমান কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী নির্বাচনের ৪৫ দিন আগ থেকে কমিশন ভোটের বিভিন্ন কার্যক্রম শুরু করবে।’

পরিচালক সমিতির সবশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫ জানুয়ারি। এতে মুশফিকুর রহমান গুলজার সভাপতি এবং বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন।

সারাবাংলা/এজেডএস

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর