দেখা হলো দুজনার
১৯ মার্চ ২০১৮ ১১:৩০ | আপডেট: ১৯ মার্চ ২০১৮ ১১:৩৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঢালিউডের দুই নন্দিত অভিনয়শিল্পী শাকিব খান ও অপু বিশ্বাস। বিচ্ছেদের পর দেখা হলো তাদের। কলকাতায় দেখা হয়েছে সাবেক এই স্বামী-স্ত্রীর। এসময় অপুর সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।
কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল কলকাতা যাবেন অপু বিশ্বাস। শেষমেশ তিনি কলকাতা গেলেন এবং দেখা করলেন শাকিব খানের সঙ্গে। সিনেমার কাজে বেশ অনেকদিন ধরেই কলকাতা রয়েছেন শাকিব খান।
সম্প্রতি কলকাতার এসকে মুভিজের অফিসিয়াল ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর কোলে সাবেক দম্পতি শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাম খান জয়। শাকিব খান পাশেই দাড়িয়ে হাসছেন। শাকিব রয়েছেন ‘ভাইজান এলো রে’ সিনেমার লুকে।
রোববার রাতে নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। সেখানে তিনি আব্রামকে কোলে করে রয়েছেন। আর তার পাশ দাড়িয়ে আছেন শ্রাবন্তী।
তাই বলা যায় কলকাতায় দেখা হয়েছে শাকিব-অপুর। তবে তাদের কী ধরনের কথা হয়েছে, তা এখনো জানা যায়নি।
সেসময় শাকিব খান ও শ্রাবন্তী ‘ভাইজান এলো রে’ সিনেমার ফটোশুটে ব্যস্ত ছিলেন।
সারাবাংলা/পিএ