Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোভান-ফারিনের ‘গহনা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৬ জানুয়ারি ২০২১ ১৯:২১

জোভান ও তাসনিয়া ফারিন অভিনীত নাটক ‘গহনা’। পছন্দের গহনা, সংকট, সম্ভাবনা, পরিবার ও ভালোবাসার অদ্ভুত টানাপোড়েনের এই গল্পে অভিনয় করেছেন তারা। আরিফুল ইসলাম স্বপনের গল্প এবং অপূর্ণ রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হুমায়ুন রশিদ সম্রাট।

নাটকটিতে জোভান-ফারিন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, জাকির হোসেন রাসেল,  আফরোজা শশী, তৃণা, তিতলী পাপিয়া, হ্যাপি, আরাবী প্রমুখ।

এটি প্রযোজনা করেছে সরকার মিডিয়া। গহনার নির্বাহী প্রযোজক শাহেদ চৌধুরী। এইচ এম জামানের সিনেমাটোগ্রাফিতে এর সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন রমজান আলী।

নাটকটি আগামী বৃহস্পতিবার রাত  ৮ টায় বেসরকারি আরটিভিতে প্রচারিত হবে। একই দিনে রাত ৯ টায় সরকার মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

সারাবাংলা/এজেডএস

গহনা জোভান ফারিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর