Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইভে তমার ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি সাবেক স্বামীর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ জানুয়ারি ২০২১ ১৭:৪০ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ০১:১৭

গেল ডিসেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী তমা মির্জার সঙ্গে তার স্বামী হিশাম চিশতির সংসার ভেঙে গেছে। তারা দু’জন একে অন্যের বিরুদ্ধে মামলাও করেছেন। এর মধ্যে স্বামীর বিরুদ্ধে তমা যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। অন্যদিকে মামলার এজাহারে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন হিশাম।

বিবাহ বিচ্ছেদ, মামলাসহ সব ঝড়-ঝাপটা ভুলে তমা মির্জা কাজে মনযোগ দিচ্ছিলেন। ঠিক এমন সময়ে তার স্বামী হিশাম চিশতি তার বিরুদ্ধে আপত্তিকর ভাষায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি ফেসবুক লাইভ করে তমার ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি দিয়েছেন।

বিজ্ঞাপন

হিশাম তার স্ট্যাটাসে রীতিমতো তমার চরিত্রহনন করে লিখেছেন, ‘আমার লাইভের জন্য অপেক্ষা করুন। আমি প্রমাণ করব কিভাবে তমা মির্জার ফ্যানস ক্লাব আমার সঙ্গে প্রতারণা করেছে এবং কী পরিমাণ মানুষের সঙ্গে সে (তমা) শুয়েছে। আমার কাছে সব ধরনের প্রমাণ রয়েছে এবং আমি সব ভিডিও প্রকাশ করব।’

‘খুব শিগগিরই এটা প্রকাশিত হবে। এতে সে আত্মহত্যা করবে নাকি করবে না, আমার এ নিয়ে চিন্তার সময় নেই। হয়তো তার সব গ্রাহক ও লোভী মা তাকে আত্মহত্যা করতে দেবে না। কিন্তু আমি মনে করি, তার এটাই প্রাপ্য,’— লিখেছেন হিশাম।

নিজের সাবেক স্ত্রীকে নিয়ে লেখা এ স্ট্যাটাসের বিষয়ে জানতে হিশাম চিশতীর মোবাইল নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার ফেসবুক আইডিতে মেসেজ দিয়েও সাড়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তমা মির্জারও কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

সারাবাংলা/এজেডএস/টিআর

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর