জহির রায়হানের ৪৯তম প্রয়াণ দিবসে ম্যুভিয়ানার আয়োজন
২৮ জানুয়ারি ২০২১ ১৩:১৮
বাংলাদেশের গুণী ও সৃজনশীল চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হানের অবস্থান নিঃসন্দেহে সকল বিতর্কের ঊর্ধ্বে। চলচ্চিত্রকার হিসেবে জহির রায়হান চলচ্চিত্রে ১৯৬০ থেকে ১৯৭১ পর্যন্ত তার নিজস্বতার স্বাক্ষর উৎকীর্ণ করার জন্য মাত্র ১১ বছর সময় পেয়েছিলেন। চলচ্চিত্র পরিচালনা কিংবা প্রযোজনা ছাড়াও তিনি কথাসাহিত্যিক হিসেবে নন্দিত ছিলেন; অংশগ্রহণ করেছেন রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি প্রতিবাদী ভূমিকায়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে তিনি ক্যামেরা হাতে চলচ্চিত্রকারদের নেতৃত্ব দিয়েছেন। ‘স্টপ জেনোসাইড’, ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রগুলো বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণকলার ক্ষেত্রে মাইলফলক হয়ে রয়েছে।
সদ্য স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে বাংলাদেশের চলচ্চিত্রের অভিভাবক জহির রায়হান নিহত হন। এ বছরের ৩০ জানুয়ারি (শনিবার) জহির রায়হানের প্রয়াণের ৪৯তম দিবস। এই দিনটিকে স্মরণে রেখে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হান স্মরণ ও জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার আয়োজন করেছে।
জহির রায়হান স্মরণ এবং জহির রায়হানের চিন্তা ও কর্মের বিশ্লেষণমূলক বিশেষ বক্তৃতার এই আয়োজনে ‘জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল’ শিরোনামে বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র সমালোচক, লেখক ও চলচ্চিত্র সংসদ কর্মী মাহমুদুল হোসেন। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
‘জহির রায়হান: ক্যামেরা যখন রাইফেল’ শিরোনামে এই বক্তৃতা আয়োজনটি শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ- https://www.facebook.com/Moviyana -লিংকে অনুষ্ঠিত হবে।
চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ জহির রায়হান জহির রায়হানের ৪৯তম প্রয়াণ দিবস বেলায়াত হোসেন মামুন মাহমুদুল হোসেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি