শাকিব খান ও জাহারা মিতু অভিনীত ছবি ‘আগুন’। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটির প্রযোজক এনামুল হক আরমান। যিনি ক্যাসিনো কান্ডে জেলে। তাই অনেকদিন ধরে ছবিটির শুটিং বন্ধ। তবে পরিচালক জানালেন ছবিটি শেষ হচ্ছে এবং এ ঈদেই মুক্তি পাবে।
বদিউল আলম খোকন জানান, ছবিটির ইতোমধ্যে ৮০ শতাংশ শুটিং শেষ হয়েছে। আমরা সামনের মাসেই বাকি শুটিং করার পরিকল্পনা করছি। আশা রয়েছে এ ঈদে মুক্তির।
২০১৯ সালের ২৯ জুলাই ঢাকার একটি অভিজাত হোটেলে ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ছবির নায়িকা জাহারা মিতু ২০১৭ সালে ‘সুপারমডেল বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। এ ছাড়া গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন। বর্তমানে নাটক ও উপস্থাপনা, দুই মাধ্যমে কাজ নিয়ে ব্যস্ত মিতু।