Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাভার পেজ’- পৃষ্ঠা ওল্টালেই অন্য গল্প


৩০ জানুয়ারি ২০২১ ১৩:৫১

‘কাভার পেজ’ – পৃষ্ঠা ওল্টালেই অন্য গল্প। হ্যাঁ একটা বই এর প্রচ্ছদ দেখেই যেমন বইটা কেমন বিচার করা যায় না তেমনি একজন মানুষ কেও তার বাহ্যিক অবয়ব বা দূর থেকে দেখে বিচার করা ঠিক না। আবার প্রত্যেকটি মানুষের ভালোবাসা, প্রেম প্রকাশের ধরন আলাদা আলাদা। এই বিষয়গুলোকে উপজীব্য করে ভালোবাসার অন্যরকম এক গল্পে নির্মিত হয়েছে ‘কাভার পেজ’। আর এই গল্পে একটি ভালো কাজকে উৎসাহিত করা হয়েছে।

ফেরারী ফরহাদের রচনা ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় দুজন মানুষ- উদয় (অপূর্ব) ও নিপা (সাবিলা নুর)-এর ভুল বোঝাবুঝি ও মানুষের ভিতরের মানুষকে খোঁজার গল্প দেখা যাবে ভালোবাসার এই বিশেষ নাটকে।

বিজ্ঞাপন

‘কাভার পেজ’ নাটকটি শনিবারের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে ৩০ জানুয়ারি (শনিবার) রাত ৮টায় আরটিভিতে।

‘কাভার পেজ’- পৃষ্ঠা ওল্টালেই অন্য গল্প আরটিভি একক নাটক কাভার পেজ ফেরারী ফরহাদ সঞ্জয় সমাদ্দার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর