Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে ৭ পরিচালকের ১ ছবি

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৭:২৭ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ২১:০৪

আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ৭ জনকে শহীদ মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে— মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ ও নূর মোহাম্মদ শেখ। তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে প্রামাণ্যচিত্র ও নাটক হলেও কোন সিনেমা হয়নি। তবে এবার ৭ জন বীরশ্রেষ্ঠের কাহিনি নিয়ে ৭ জন পরিচালক নির্মাণ করছেন ১টি ছবি—রণযোদ্ধা।

রণযোদ্ধার ৭ জন পরিচালক হচ্ছেন কাওসার মাহমুদ, সানী সানোয়ার, কামরুল ইসলাম রিফাত, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ, গৌতম কৈরী ও সাকিব সনেট। ছবিটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট ও পুণ্য ফিল্মস।

বিজ্ঞাপন

প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না জানানো হলেও তারা ‘রণযোদ্ধা’ নামে ছবির নামটি শুধু স্বীকার করেছেন। বাকি তথ্য বলছেন, সময় হলেই জানানো হবে।

সাতজন বীরশ্রেষ্ঠের ভূমিকায় অভিনয় করবেন ৭ জন শীর্ষ নায়ক। তবে নায়িকা হিসেবে থাকছেন শুধু ববি হক।

জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। শুটিং শুরু হবে আগামী রোজার পর থেকে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর