৭ বীরশ্রেষ্ঠকে নিয়ে ৭ পরিচালকের ১ ছবি
৩১ জানুয়ারি ২০২১ ১৭:২৭
আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ৭ জনকে শহীদ মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে— মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ ও নূর মোহাম্মদ শেখ। তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে প্রামাণ্যচিত্র ও নাটক হলেও কোন সিনেমা হয়নি। তবে এবার ৭ জন বীরশ্রেষ্ঠের কাহিনি নিয়ে ৭ জন পরিচালক নির্মাণ করছেন ১টি ছবি—রণযোদ্ধা।
রণযোদ্ধার ৭ জন পরিচালক হচ্ছেন কাওসার মাহমুদ, সানী সানোয়ার, কামরুল ইসলাম রিফাত, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ, গৌতম কৈরী ও সাকিব সনেট। ছবিটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট ও পুণ্য ফিল্মস।
প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না জানানো হলেও তারা ‘রণযোদ্ধা’ নামে ছবির নামটি শুধু স্বীকার করেছেন। বাকি তথ্য বলছেন, সময় হলেই জানানো হবে।
সাতজন বীরশ্রেষ্ঠের ভূমিকায় অভিনয় করবেন ৭ জন শীর্ষ নায়ক। তবে নায়িকা হিসেবে থাকছেন শুধু ববি হক।
জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। শুটিং শুরু হবে আগামী রোজার পর থেকে।
সারাবাংলা/এজেডএস
৭ জন বীরশ্রেষ্ঠ কাওসার আহমেদ কামরুল ইসলাম রিফাত গৌতম কৈরী রণযোদ্ধা রাইসুল ইসলাম অনিক রাশিদ পলাশ সাকিব সনেট সানী সানোয়ার