Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাহসান-স্পর্শিয়াকে নিয়ে ‘ছক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২১:৪৭

গোলাম সোহরাব দুদুল নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘ছক’। এতে অভিনয় করেছেন তাহসান ও অর্চিতা স্পর্শিয়া। ওয়েব ফিল্মটির একটি পোস্টার প্রকাশিত হয়েছে রোববার (৩১ জানুয়ারি)।

প্রকাশিত পোস্টারে দেখা যায় তাহসান বন্ধুক হাতে বসে আছেন। তার সামনে একজন নারী দাঁড়িয়ে রয়েছেন শাড়ি পরে। ওই নারীর পিছনের কোমরে একটি বন্ধুক গুঁজে রাখা হয়েছে।

পরিচালক দোদুল জানান, ‘ছক’ একটি ক্রাইম-থ্রিলারধর্মী ছবি। মাফিয়া জগতের গল্পে তাহসান ও স্পর্শিয়া ছাড়াও থিয়েটার অঙ্গনের অনেক শিল্পী অভিনয় করেছেন। তাহসানের চরিত্রের নাম বাবু এবং স্পর্শিয়ার কলি।

এতে তাহসানকে প্রথম একটি ক্লাবের ওয়েটারের চরিত্রে দেখা যাবে। তবে ক্রমেই তার আরেকটি চরিত্র প্রকাশিত হবে দর্শকদের সামনে।

‘ছক’ মুক্তি পাবে সিনেমাটিক অ্যাপে আগামী মাসে।

সারাবাংলা/এজেডএস

ছক তাহসান স্পর্শিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর