Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরশ্রেষ্ঠ মতিউরের চরিত্রে সিয়াম!

আহমেদ জামান শিমুল
২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩৯

স্বাধীনতা যুদ্ধের শহীদ সাত বীরশেষ্ঠকে নিয়ে নির্মিত হচ্ছে ‘রণযোদ্ধা’। সাত পরিচালকের এক ছবিতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এমনই জোর গুঞ্জন শোনা যাচ্ছে চলচ্চিত্রপাড়ায়।

এ প্রসঙ্গে ছবিটির প্রযোজক সাকিব সনেট বলেন, ‘সাতজন বীরশ্রেষ্ঠের চরিত্রে অভিনয়ের জন্য আমরা বাংলাদেশের ১০ থেকে ১২ জন শীর্ষ নায়কের সঙ্গে কথা বলেছি। এর মধ্যে সিয়াম আছে এটা ঠিক। তবে তিনি বা অন্যরা কে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনই বলতে চাইছি না। আমরা সপ্তাহ খানেকের মধ্যে এ ব্যাপারে জানাবো।’

বিজ্ঞাপন

জানা গেছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অংশটুকুন নির্মাণ করবেন রাশিদ পলাশ। তিনি এ ব্যাপারে জিজ্ঞেস করলে বলেন, ‘সিয়ামের সঙ্গে আমাদের মিটিং হয়েছে ছবিটি নিয়ে। ও বীরশ্রেষ্ঠ মতিউরের চরিত্রের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আমরাও তাকে নিয়ে কাজটা করতে চাই। তবে আনুষ্ঠানিকভাবে এখনও বলার মত পরিস্থিতি হয়নি।’

আরও জানা গেছে, প্রযোজনা সংস্থা থেকে শাকিব খান, রোশান, সাইমন, মনোজ প্রামাণিক, অপূর্ব, সুদীপের সঙ্গে ছবিটি নিয়ে কথা বলা হয়েছে।

সাতজন নায়ক থাকলেও ছবির নায়িকা থাকছেন একজন— ববি হক।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ৭ জনকে শহীদ মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে— মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ ও নূর মোহাম্মদ শেখ। তাদেরকে নিয়ে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে প্রামাণ্যচিত্র ও নাটক হলেও কোন সিনেমা হয়নি।

এবারই প্রথম সাতজনের গল্প এক সিনেমায় বলা হবে। যেটিকে নির্মাতারা অমনিবাস চলচ্চিত্র না বলে ‘ইতিহাসের মেলবন্ধন’ বলতে চান।

বিজ্ঞাপন

‘রণযোদ্ধা’র সাত পরিচালক হচ্ছেন কাওসার মাহমুদ, সানী সানোয়ার, কামরুল ইসলাম রিফাত, রাইসুল ইসলাম অনিক, রাশিদ পলাশ, গৌতম কৈরী ও সাকিব সনেট। ছবিটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট ও পুণ্য ফিল্মস।

রোজার ঈদের পর ‘রণযোদ্ধা’র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এজেডএস

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রণযোদ্ধা রাশিদ পলাশ সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর