Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পণ্ডিত বিরজু মহারাজ-এর জন্মদিনে বাংলাদেশে কত্থক ম্যারাথন


৩ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৪৯

ঢাকা: উপমহাদেশের নৃত্যাঙ্গনে এক কিংবদন্তির নাম পণ্ডিত বিরজু মহারাজ। কত্থক নৃত্যগুরু হিসেবেই সবাই তাকে চেনেন। কিন্তু বহুগুণে গুণান্বিত এই কিংবদন্তি কত্থক নৃত্য ছাড়াও গান করেন, তবলা বাজান, কবিতা লেখেন। গানে ও তবলায় ভারতীয় বেতারের এ গ্রেড শিল্পী তিনি। ওস্তাদ আমির আলী খাঁ, পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে তিনি তবলা বাজিয়েছেন। তিনি অনায়াসে বাজাতে পারেন পাখোয়াজ, সরোদ, সেতার, বাঁশি, বেহালা। কীভাবে সম্ভব এতকিছু? এক সাক্ষাৎকারে বিনয়ী এই কিংবদন্তি বললেন, ‘কারণ আমার ধ্যান এক জায়গায়। সাধনায় সবকিছুই সম্ভব। একটি বাতির আলোতে ঘরের দরজা-জানালা—সবকিছুই দেখা যায়। তেমনি আমার আত্মিক আলো থেকেই বাজনা, গান সব আসে। আমি শিখিনি, কিন্তু অনেক বড় বড় ওস্তাদের সান্নিধ্য পেয়েছি। এদের মধ্যে আছেন ওস্তাদ হোসেন খাঁ, হাফিজুদ্দিন খাঁ, পণ্ডিত ভীমসেন যোশি।’

বিজ্ঞাপন

৪ ফেব্রুয়ারি এই মহান শিল্পীর জন্মদিন। এই উপলক্ষে বাংলাদেশের নৃত্যাঙ্গনে তার শিষ্যরা উদযাপন করছেন এই বিশেষ দিনটি। পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজ-এর ৮৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রেওয়াজ পারফর্মার্স স্কুলের’ আয়োজন করেছে অনলাইন কত্থক ম্যারাথন। ‘প্রণাম’ শিরোনামে এতে দেশের ৩৩ জন কত্থক নৃত্যশিল্পীর পরিবেশনাসহ থাকবে রেওয়াজ পারফর্মার্স স্কুলের আরও ২০ জন নৃত্যশিল্পীর পরিবেশনা। এদিন দুপুর ১২টায় শুরু হবে এই কত্থক ম্যারাথন।

কত্থক ম্যারাথন প্রসঙ্গে সারাবাংলাকে মুনমুন আহমেদ বলেন, ‘মহারাজজীর জন্মদিন উপলক্ষে আমরা বাংলাদেশ থেকে চেষ্টা করছি অনলাইনে একটা কত্থক ম্যারাথন আয়োজন করার। রেওয়াজ পার্ফরম্যান্স স্কুল থেকেই এটির আয়োজন করা হচ্ছে। এতে আমরা সবাই নাচের মাধ্যমেই মহারাজজীকে শ্রদ্ধা জানাব।’

কত্থক ম্যারাথনে অংশ নেওয়া শিল্পীরা হচ্ছেন মুনমুন আহমেদ, সাজু আহমেদ, তাবাসসুম আহমেদ, কচি রহমান, অরুনা হায়দার, সঞ্চিতা দত্ত, মনিরা পারভিন, দীপা সরকার, বৈশাখী মজুমদার, নিলাঞ্জনা জুই, পার্থপ্রতিম দাশ, মন্দিরা চৌধুরী, অনন্যা ওয়াফি রহমান, ইমন কুমার দে, স্নাতা শাহরিন, হাসান ইশতিয়াক ইমরান, মৌমিতা জয়া, মাসুম হোসাইন, ফিফা চাকমা, শর্মিষ্ঠা সরকার, অপরাজিতা মুস্তাফা, অবন্তিকা আলরেজা, আসিমা কামাল মৌনি, শামীম আশরাফ, প্রিয়াঙ্কা সাহা, রাইফা তাসনিয়া, শ্রুতি ঘোষ, সুমন মোহাম্মদ, ইমামা আসমি, ঐশ্বর্য বসাক, শ্রেয়সী শশী, অন্বেষা বিশ্বাস, মারজিয়া আখতার মৃদুলা এবং রেওয়াজ পারফরমার্স স্কুলের শিক্ষার্থীরা।

এদিন (৪ ফেব্রুয়ারি) কত্থক ম্যারাথনের পর রাত ৯টায় থাকবে ফেসবুক লাইভে আড্ডা ‘নৃত্যের নেপথ্যে’। এতে পণ্ডিত বিরজু মহারাজকে নিয়ে বলবেন বাংলাদেশে তার দুই খ্যাতিমান শিষ্য মুনমুন আহমেদ ও শিবলী মোহাম্মদ। এরপর রাত সাড়ে ১০টায় পণ্ডিত বিরজু মহারাজ-এর সাথে কাটানো পুরনো স্মৃতি রোমন্থন করবেন বাংলাদেশের নৃত্যাঙ্গনের তার শিষ্যরা।

বিজ্ঞাপন

পুরো আয়োজনটি প্রচারিত হবে ‘রেওয়াজ পারফরমার্স স্কুল’র ফেসবুক পেইজে।

কচি রহমান কত্থক ম্যারাথন তাবাসসুম আহমেদ নৃত্যের নেপথ্যে পণ্ডিত বিরজু মহারাজ পণ্ডিত বিরজু মহারাজ-এর জন্মদিন মুনমুন আহমেদ শিবলী মোহাম্মদ সাজু আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর